আজ আমি নির্ভীক
✍-উজ্জ্বল সরদার আর্য


      প্রহর শেষে পুষার আলোয় ওই দূর দিগন্তে
      চোখ রাখলে, ঝলসে ওঠে নিরীহ মানুষের
      লোহিত রক্তে এবং দেহান্ত দেহের স্তূপ দেখে।
      পচা গন্ধে আজ অনিল অবরুদ্ধ,
      আমরা কারারুদ্ধ,দিবস-রজনী হচ্ছে যুদ্ধ
      পাবকে পুড়ছে স্বদেশ!
      কৃষ্ণ ধূম কুণ্ডলী পাকিয়ে আকাশ ছুঁয়েছে
      গোটা রাজ্য আঁধারে ঢেকেছে
      ডেকেছি আমি মানব শূন্য সমাবেশ।
      শহরে-নগরে-গ্রামে-গঞ্জে আজ শুধু শুনি
       বোমা-বন্দুকের ঝংকার, জনতা শূন্য
       স্বদেশ করছে হাহাকার-
       কে-উদ্ধার করবে আর আমাকে?
       চকিত পিপাসিত প্রাণ  করে মুক্তির গান
        ডেকেছি আমি হে-বীর তোমাকে।


        সম্মুখে বোধহয় আমারো হবে মৃত্যু
        দল বেধে এসেছে শত্রু ওরা কাউকে ক্ষমা
        করে না, ওরা চেনে শুধু রক্ত-মাংস করছে ধ্বংস
        বুকে আমার স্বজন হারা বেদনা।
        অন্যায়-অত্যাচারে অবাঞ্ছিত আজ আমরা
        ছিনিয়ে নিয়েছে রাজ্য ওরা,
        এখন-এখানে লেগেছে মহামারী
        মৃত্যুতে মাতোয়ারা নগরী  
        শুধু চলছে বয়ে বুকের রক্তের ধারা।    
        যদিও অন্তরালে অন্তর নিয়ে এখনো বেঁচে আছি
         কিন্তু ধর্ষণ-খুন-নিরীহ নারীর অকাল মৃত্যুতে
         জেগেছি-    হচ্ছি প্রতিমুহূর্তে ক্ষতবিক্ষত,
         তাই মরতে শিখে মারতে বাহুতে নিয়েছি অস্ত্র
                 ‘আজ আমি নির্ভীক’’
          রক্তের লালসায় অন্তর আমার তৃষিত।



রচনাকাল  ১৭ জুন ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা- ২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ, খুলনা বাংলাদেশ।