হৃদয় মাঝে সখী দোলে
   ✍-উজ্জ্বল সরদার আর্য


       দোলে-দোলে, আমার হৃদয় মাঝে সখী দোলে।
                এই নিধুবনে কত কেটেছে বেলা
                করেছি অনন্ত প্রেমে প্রেম লীলা
           বেণু সুরে হাত ধরে নৃত্যের তালে-তালে---
        দোলে-দোলে, আমার হৃদয় মাঝে সখী দোলে।


          আজ এই বসন্তে বাতায়ন খুলে দিয়েছি গো,
           প্রেম উদাসী হাওয়া আমায় ছুঁয়ে যায় গো।
             তোমার সুগন্ধ আসে কত এসেছে পরভৃত
                        স্মৃতিবিজড়িত বনে,
         গাও হে গীত কুহূ-কুহূ সুরে সখী আসুক ফিরে
                  এই প্রাণে- নূপুর বাজুক চরণে,
                আরো বাজবে বীণা ফুটেছে হেনা
                    ঢেউ উঠেছে যমুনার জলে---
        দোলে-দোলে, আমার হৃদয় মাঝে সখী দোলে।


      ওই নীল আকাশ জুড়ে চাঁদটি জ্বলে তিমির ভিড়ে
            আজও আছে নিরবে নির্জনে পথ চেয়ে,
          রজনীর অগোচরে রজনীগন্ধা গেলো ঝরে
                     সুগন্ধ দানে হৃদয় মাতিয়ে।
                  আজ শুধু মনে পড়ে কত স্মৃতি
                     থেমেছে আমার প্রেম গীতি
                   শুধু লুণ্ঠিত হই তোমার স্মরণে,
                 কত ধুলা মাখি এসো ফিরে সখী
                         পদচিহ্ন আঁকি শ্রাবণে,
          দর্শন দাও হে আকুল নয়নে যৌবন জাগরণে
                            অভিমান ভুলে---
         দোলে-দোলে, আমার হৃদয় মাঝে সখী দোলে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ১০ ফেব্রুয়ারি ২০১০ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।