অনাদর
   ✍-উজ্জ্বল সরদার আর্য


অপেক্ষা যার জন্য অনন্ত দিন করা যায়,
তার জন্য অপেক্ষা  করাই ভালো!
কিন্তু যার কাছে অপেক্ষার গুরুত্বই নেই,
তার জন্য অপেক্ষা করাটা কতটা যুক্তিযুক্ত?


জানি, প্রেম-সম্পর্ক-বন্ধুত্বে
যুক্তি-নীতি সবকিছুই কেবল অমূলক গল্প।
তাই মানছি ভালোবেসে কেউ কারো জন্য
অপেক্ষা করে,অপেক্ষা ভালোবাসার প্রকাশ।


কিন্তু অবহেলা সে-তো সত্য এবং বাস্তব,
আর তাকে ধারণ করলে হৃদয় কি ক্ষত হয় না?
আর ক্ষত হৃদয়ে তোমার দুয়ারে
কতদিন অপেক্ষা করলে,
তুমি আমার ভালোবাসাকে করবে সম্মান?


অনাদরে গাছ শুকিয়ে যায়, ফুল ঝরে যায়,
প্রদীপ নিভে যায়, পাখিরা পালিয়ে যায় দিগন্তে।
আর অবহেলায় অপেক্ষার প্রহর দীর্ঘায়ু করে,
তুমি করলে আমার প্রাণ নিষ্কাশন,
এবং অর্ধমৃত যে বৃক্ষ প্রেমের সাক্ষী হয়ে
দাঁড়িয়ে ছিল তার দেহে জ্বালালে দহন।


রচনাকাল ৭ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
২১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।