এসো হে বর্ষা এসো হে
   ✍-উজ্জ্বল সরদার আর্য


এসো হে বর্ষা এসো হে
এই তপ্ত মরু বুকে অমৃত ধারা
ঝরিয়ে দাও হে,
এসো হে বর্ষা এসো হে ---
গ্রীষ্মের খাঁখাঁ রোদ্দুর লাগে না সুমধুর
দহন দগ্ধ সকল প্রাণ,
তৃষিত বুকে চেয়েছি তোমাকে
মৃত্তিকায় লুটিয়ে করি আহ্বান হে,
এসো হে বর্ষা এসো হে ---


ওই সবুজ শ্যামল অরণ্য মাঝে
বেদনার বাঁশি আজকে বাজে
অশ্রু ঝরে সুখ-স্মৃতির মায়ায়,
যে ধরণী ছিল সুন্দর
ভেঙেছে তার অহংকার
আগুন লেগেছে মরা বিটপী শাখায়।


তাই এসো হে বর্ষা
এই বেলা শেষে মঙ্গলময়ী বেশে,
ক্লান্ত পীড়িত বুকে ক্ষত এঁকে
আছো কোন দেশে?
আজ পথ হারিয়ে চলন থামিয়ে
ধূলায় লুটিয়ে বাক্য ভুলে চেয়ে আছি,
তুমি প্লাবিত হলে ক্লান্তি ভুলে জাগবে সকলে হে
এসো হে বর্ষা এসো হে---



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৯ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ,
৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।