এসো হে সখা
  ✍- উজ্জ্বল সরদার আর্য


                     এসো হে সখা, এসো হে--!
                  তোমার প্রেমের প্রিয়তমা করে,
                         বক্ষে জড়িয়ে ধরে-
                               রাখো হে--!
                    এসো হে সখা, এসো হে--।        
            অনন্ত প্রেমের পিপাসায় ডেকেছি তোমায়
                  অনন্ত যৌবনায় শ্রুতিমধুর সুরে,
                 তুমি এমন ক্ষণে আছো কোন বনে?
            এসো-আমার প্রাণে শিউলি ঝরা পথ ধরে,
                 কাশবন ছুঁয়ে প্রেমের গীত গাও হে--!
                      এসো হে সখা, এসো হে--।


                   কত দিন আর খুঁজবো তোমার,
                        ঝিনুক কুড়ানোর ছলে?
             পদচিহ্ন ধরে হেটে চলেছি সাগর কূলে-
                         এই শেষ বিকেলে,
                নিপাত নূপুর বালুচরে হারালো সুর
                      পড়ে আছে রৌদ্রছায়া তলে,
                   অশ্রুজলে পথ চেয়ে আছে হে--!
                      এসো হে সখা,এসো হে--।


         যৌবন-যোগীর মত আমার প্রেমে হও মৌনব্রত,
                বিমোহিত-পুলকিত হবে গো এই প্রাণ!
                নর্তকী বেশে রঙমহলে এসে নেচে যাই,
               তাগা-ধিন, ধিন-তাগ,তালে-তাল মিলাই-
                        নিঃশ্বাসে খুঁজি তোমার ঘ্রাণ।
              প্রভাত এসেছে দ্বারে তমিস্রা ঘুচবে এবারে
                   ওগো-মনের কপাট খুলে দাও হে--!
                       এসো হে সখা, এসো হে--।


                   নিধুবনে বাজে কত তোমার বাঁশি
                    ফুল যায় ঝরে চরণে রাশিরাশি,
               আমি মালা গেঁথেছি কত অপেক্ষায় রত
                    যুগলক্ষণ-স্মৃতিঘন প্রেমে ভাসি।
                       আজ আমি তারে চাই গো
                    এ-মন প্রেমে উথলিত হয় গো,
              খুঁজি গো তোমায় খুঁজি গো,দাও দেখা হে--!
                       এসো হে সখা, এসো হে--।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ১৬ আগস্ট ২০১৯ সাল
বাংলা-১ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।