বাহিরে হারাই অন্তরে পাই
     ✍-উজ্জ্বল সরদার আর্য


সহসা তুমি এলে চেয়েছিলে বন্ধু হতে
আমি দিয়েছি হৃদয় জুড়ে ভালোবাসা,
অতৃপ্ত আত্মা অমৃতের গুরুত্ব বোঝে
তোমার যে নেই কোন পিপাসা।


তাই অমূলক গল্প ভেবে ফিরিয়ে দিলে
সহসা আবার চলে গেলে ওই দূরে,
ওরা এমন করে কাছে এসে
মোহিত করে হেসে-হেসে যায় ঝরে।


এখন কেমন করে কাটবে যে দিন
মলিন মুখ আঁধারে যায় না চেনা,
কত খুঁজেছি তারে পাইনি দেখা
হয়তো ইচ্ছে করে ডাক শোনে না।


যদি হৃদয় মাঝে মেঘ লুকিয়ে থাকে,
বোঝা কি যায় কেমন করে বৃষ্টি এলো?
তবু তারে রেখেছি অন্তরে
ভালোবাসিনি  তাই চলে গেলো।


আজ কি হবে আর পথ চেয়ে
রিক্ত রজনীর সঙ্গী হয়ে কাটছে সময়,
সুখ সন্ধানী যারা ঘুমিয়ে পড়েছে ওরা
জাগবে প্রাতে বাধবে মায়ায়।


তবু আর নয় এই ক্ষত হৃদয়
শুধু তারে চায় গো,
ভালোবেসে ভুল করেছি আমি
বেলাশেষে বিদায় আজ চাই গো।


যত ভাবি ভুলে যাবো
ভুলতে আর আমায় দিলে কোথায়,
মনের মাঝে প্রেম জাগিয়ে
দিলে না ধরা সকাল-সন্ধ্যা খুঁজি তোমায়।



রচনাকাল ১০ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
২৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।