বিবাদ
✍- উজ্জ্বল সরদার আর্য


স্বদেশে ভয়ানক বিবাদ উপস্থিত আজ।
দিনরাত শত্রুর আক্রমণে রক্তের বন্যা
প্লাবিত সর্বক্ষণে, দেহান্তের আর্তনাদ
সুরের ধ্বনি শুনি-
ভয় প্রত্যহ সঙ্গী হয়েছে প্রত্যেক মনে।
তবু নির্ভীক আমি, শৃঙ্গীর মতো দাঁড়িয়ে
আছি ওদের সম্মুখে-
এক ক্ষুধিত বিপ্লবী বীর হয়ে।


ওদের হত্যা করে লোহিত রক্ত পান করে,
হৃদয়ের ক্ষুধা নিবারণ করার কঠিন থেকে-
কঠিন প্রতিজ্ঞা করেছি আজ।
কেবল আমি নই, স্বদেশের সকল খেটে
খাওয়া মানুষের হৃদয় মাঝে জেগেছে
বিদ্রোহের সংকল্প।
তাই সকলের হাতের স্পর্শে প্রত্যেক নির্বাক
হাতিয়ার উঠেছে গর্জে।
প্রতিমুহূর্ত প্রতিজ্ঞার ধ্বনি কানে বাজছে,
ঘরে ঘরে জেগেছে বিদ্রোহ-।


এখন-এখানে অগ্নিকাণ্ড চলছে,রুদ্রতাণ্ডব হচ্ছে-
হচ্ছে বোমা-বিস্ফারণ।
বন্দুকের গুলি ক্ষতবিক্ষত করছে অজস্র বুক,
কেড়ে নিচ্ছে প্রাণ।
তবু এই নিদ্রাভঙ্গ রজনীতে অক্লান্ত আমি,
নেই কোন ক্ষুধা আমার।
হাতের জাগ্রত তরবারি করছে রক্তপান,
প্রভাতের প্রত্যাশায় নির্ভীক ছুটে চলা
এ-এক বীরের আহ্বান।


কিন্তু আমার কার্য এখন লাল-সবুজ
মুক্ত নিশানকে ধরে রাখা।
কারণ, আমি নিজেই বিদ্রোহের
জ্বলন্ত কৃশানু-
যে আসবে কাছে তার  দেহান্ত নিশ্চিত হবে ।
তবে শেষ মুহূর্তে আমি একবার চারিদিকে
জ্বলে উঠবো, বিবাদ মুক্ত স্বাধীন সৃষ্টির উৎসবে।


রচনাকাল, ৭ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ,
২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ,সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।