চেনা কাননে অচেনা ফুল আমি
       ✍-উজ্জ্বল সরদার আর্য


গহীন নিস্তব্ধ রাতে নিদ্রা ভঙ্গ প্রাণে ঘর ছেড়ে বেরিয়ে আসি
খোলা মুক্ত আকাশের নিচে,দেখি নাম-না জানা কত তারা
উদয়াস্ত।
বিশ্বাসের বাঁধন ছিঁড়ে যে সুখ তারা হারিয়ে গেছে দিনের
আলোয়, তার বেদনায় বুক থেকে রক্ত ঝরে-
নিষ্পলক নয়নে নেমে আসে আকুল-অশ্রুধারা।


পুরাতন চাদর শরীরে জড়িয়ে নিকোটিন মিশ্রিত নিঃশ্বাস
নিয়ে, অপেক্ষিত অন্তরে-অপূর্ণতা প্রেমের যে কম্পন ওঠে
ক্ষণে-ক্ষণে, সে কি নয় সমর্পণ-শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসা?
স্মৃতি জড়িত নীরব পথে মলিন মুখে মাথা নত করে
হেটে চলা যে কাউকে বুঝিয়ে দেয়,
অসহায় প্রাণের মর্মবেদনার না বলা কথা।


বিশ্বাস করো প্রেম-প্রকাশ করিনি কোনদিন, গোধূলির যাত্রা
পথে-ও করবো না এবং দেবোনা তোমায় বাধা।
তবে অনুভবে তুমি অনেকটা পথ পিছিয়ে, আর তাই অন্তরালে
অচেনা রঙের সাথে রং মিশিয়ে করতে শিখেছ আমাকে ঘৃণা।
কিন্তু ভুলে যেওনা রঙের নিজস্ব কোন আকার থাকেনা,
তাই তো সূর্যের আলোয় বিনষ্ট হয়ে যায় অকালে।


তুমি বুঝবে কোন এক দিনের শেষ মুহূর্তে, আর সেদিন না
হয় এসো ফিরে ভালোবেসে এই চেনা পথ ধরে।
গন্ধহীন-গহনে প্রবেশ করে ঝরা ফুলের লুণ্ঠিত দলিত দেহ
দেখে চিনতে পারবে কি?
তবু না হয় দিও আমার নামে এক ফোটা অশ্রু ভিক্ষা।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল -১৬ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা - ১২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।