কোভিড-১৯
    ✍-উজ্জ্বল সরদার আর্য


মরণ সকলের সঙ্গী হলো কোভিড উনিশে,
শূন্য শব্দহীন পৃথিবীর কান্না শুনি বাতাসে।
হেসে-হেসে মহামারী এসে, এনেছে দুর্দিন -
ঝরা পাতা,রিক্ত ফুলে,হয় না ভুবন রঙিন।


কতদিন আর অনাহারে ঘরে বন্দী থাকবো,
পিপাসায় প্রাণ জ্বলে তবু বাঁচতে লড়বো।
সচেতন জীবন আজ বড়ো প্রয়োজন,জাগো-
নিজের খেয়াল রেখে থাকতে হবে নিঃসঙ্গ।


যদি ভয় আসে মনে হও নির্ভয় নিদ্রোত্থিত,
রজনী পেরিয়ে হবো একদিন আলোকিত।
পুলকিত প্রাণে পুষা বরণে,সেদিন হবে বাহির-
আজ অন্তরালে একাকী যুদ্ধ করো হে-বীর।


স্থির চিত্ত মর্মাহত মর্ত বিদায় নিচ্ছে সকলে,
শোকাত মন নয়নে আনে শ্রাবণ অন্ত কালে।
বাক রুদ্ধ হয়ে দুরে দাঁড়িয়ে, শুধু দেখে যাই-
আর কত প্রাণ কেড়ে নেবে হে-করুণাময়?


অভয় দাতা তুমি সংগ্রামী হবার দাও শক্তি,
পূজা করি প্রাণ প্রেমে আছে অনন্ত ভক্তি।
তবুও বিষাক্ত বাতাস অবরুদ্ধ করে নিশ্বাস,
বাঁচার বিশ্বাস নেই মরছে মানুষ মনে ত্রাস।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৫ মার্চ ২০২০ সাল,
বাংলা ১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।