চৈতীর চম্পা ফুটেছিল যে বনে আঁধার নেমেছে সেখানে গো
    ✍-উজ্জ্বল সরদার আর্য


চৈতীর চম্পা ফুটেছিল যে বনে
আঁধার নেমেছে সেখানে গো।
ঝরে গেছে মনের সব আশা
মৃত ভালোবাসা পুড়ছে শ্মশানে গো।
আমি নির্জনে নীরবে বসে দেখি চেয়ে-চেয়ে,
চলে গেলো সে বিদায় নিয়ে,
আসবেনা আর ডাকবেনা আমার নাম টি ধরে গো।
রিক্ত মনে খুঁজি তারে বিরহ গানে সুগন্ধ নেই কাননে গো।


শুধু পদচিহ্ন প্রাণে রেখে অংকিত চিত্র দেখে-দেখে
বাঁচিয়ে রেখেছি তারে অন্তরে,
ঝরা ফুলের মালায় সাজিয়ে তোমায় স্মরণ করি বারেবারে।


তুমি মুঠোমুঠো ভরে দান দিয়েছো
ঋণী করেছো আমায়,
আজ কি দেবো তারে এই প্রাণ সঁপেছি ওরে
পূজার ঘরে শুধু প্রেমের প্রদীপ জ্বালাই-
রিক্ত মনে স্মৃতি ঘেরা নয়নে তারে চায় গো।


যদি আবার কোনদিন হয় গো দেখা,
এ-বুকে আসন পেতে রইলো রাখা,
তুমি আমার হয়ে জনমে জনমে
যুগে-যুগে এসো গো।
চৈতীর চম্পা ফুটেছিল যে বনে
আঁধার নেমেছে সেখানে গো।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১২ ডিসেম্বর  ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।