দ্বন্দ্বের দহনে দুনিয়া দগ্ধ
         ✍-উজ্জ্বল সরদার আর্য


দানবের দাঙ্গাতে আজ আহত-নিহত নীরহ জনতা,
রাজ্যলোভী রাজার রাজ্যে এটাকে বলে বীরত্বতা।
রাজ্যজয়ের যুদ্ধ যাত্রী রাজনৈতিক নেতা-নেত্রী,
দলে-দলে দ্বন্দ্বের দহনে দুনিয়া দগ্ধ!
ক্ষতবিক্ষত এ-প্রাণ দেশদ্রোহী ওরা শয়তান,
‘রক্তে-রঞ্জিত-রণক্ষেত্র’ শত্রুতে স্বদেশ অস্নিগ্ধ।
এই ছিল কি মায়ের মনস্কাম?সহসা শত্রুর উদ্-গম,
ভেঙেছে ঘুম নিঝুম রাতে অরুণ প্রাতে হও উদ্দাম।


ডেকেছে হরতাল,করছে মিছিল, বাজিয়ে মাদল,
বোমা-বন্দুকের গুলিতে দেহে ঝরে রক্ত বাদল।
দোকান,দালান,ভবন ভাঙে পথ ঘাট সব অবরুদ্ধ,
বাস,ট্র্যাকে আগুন লাগিয়ে করছে কারারুদ্ধ।
ওরে কি অপরাধ আমাদের? তোদের পুষেছি আমরা!
    চেয়ে শান্তির দেশ,ভুলেছি বিবাদ-বিদ্বেষ,
  তবু কেন দিবস-রজনী বয়ে যায় রক্ত ধরা?


        তাই আমরা জেগেছি আমরা গড়েছি
            আমাদের এই স্বাধীন স্বদেশ!
       এই দেশ তোমার,এই দেশ আমার
               করেছি ধারণ কত ক্লেশ।
   মারতে হবে গৃহ শত্রু, থামাতে হবে বিবাদ,
       আসুক শান্তি ফিরে রক্তিম রেখা ধরে,
  হিন্দু-মুসলিম মিলে আবার ফোলাব আবাদ।



রচনাকাল ইং-৭ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা ২৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।