ঈর্ষা
   ✍-উজ্জ্বল সরদার আর্য


সর্বদা-সকলে নিজ কাজে থাকো ব্যস্ত
অপরের সুখে হইও না মোহিত
করো না কারো ক্ষতি,
চঞ্চলতা-অপূর্ণতা ভুলে যাও ক্লান্তি
ভুল ভ্রান্তি ভুলে বিলিয়ে দাও বন্ধুত্ব প্রীতি।
নিজের ভালো থাকা নিজেদের কাছে,
কেন অকারণে পড়ে থাকো অন্যের পাছে?
অপরের সুখ দেখে হৃদয়ে দুঃখ একে,
কেন হও এত অস্থির?
সমস্ত  সুখ কেড়ে নিতে থাকো যুদ্ধে মেতে,
কুটিল ভাবনায় মন থাকে গম্ভীর।


মনে হয় ওরা সুখে আছে,
কত কিছু অর্জন করেছে-করছে সম্পদ প্রাপ্তি!
যশ,খ্যাতি, সম্মান, হচ্ছে মহান -
আমি চির দুঃখী আপন করি অশান্তি।
তাই ছুটে চলি, কি করে দুঃখ ভুলি?
কেড়ে নিতে চাই ওদের সব!
হই ক্রুদ্ধ বাধাই কলহ-যুদ্ধ,
করি ক্ষতি ভুলি প্রীতি-  শুধু অশান্তি কলরব।


তাই কর্মকে করতে হবে আপন,
খনন করো সুখের খনি!
নিজের যতটুকু আছে তাই নিয়ে থাকো বেচে,
একদিন ফুলে-ফুলে রঙিন হবে বনানী।
আজ আর দুঃখ নয়, নয় হিংসা-ক্ষয়,
ভালো থাকা শিখতে হবে!
অপরের কল্যাণে জাগুক প্রেম-প্রাণে,
তবে'ই একদিন অমর হয়ে সুখ খুঁজে পাবে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৫ মে ২০২০ সাল,
বাংলা ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।