ফিরে আয়--তুই ফিরে আয়
    ✍-উজ্জ্বল সরদার আর্য


কতদিন তোকে দেখি না এই পথে
আয় ফিরে আয়,
ব্যাকুল বুকের কান্না শুনতে কি পাস না
খুঁজি তোকে সকল-সন্ধ্যায়।
রিক্ত পথে একা হেটে যেতে আর ভালো লাগে না,
তুই আসলে ফিরে হারিয়ে যাবো হাতটি ধরে
পায়ে পা মিলিয়ে কেউ আর পথ চলে না।


আমার এই শূন্য বুকে আজও চায় যে তোকে
কবে কখন হবে দেখা বল,
দিনভর চলে তোর ছবি আঁকা
রাত জেগে তোকে নিয়ে হয় কবিতা লেখা
অসমাপ্ত উপন্যাস ঝরায় চোখে জল।


তোকে ছাড়া যে আর জীবন চলে না আমার
পথ চেয়ে তাই বসে থাকি,
দিনদুপুরে রাতের গভীরে মনে করি শুধু তোরে
স্বপ্ন দেখে উঠি জেগে নাম ধরে তোর ডাকি।
স্মৃতিরা সব করে কলরব আমার অবুঝ মনে,
ঘর ছেড়ে তাই তোকে খুঁজি  ফাগুনের দিনে,
আয়-ফিরে আয়, তুই ফিরে আয়---



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১ অক্টোবর ২০২০ সাল,
বাংলা- ১৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।