ফুল ছিঁড়না
      ✍- উজ্জ্বল সরদার আর্য



বন-বৃক্ষের শাখায় যে পুষ্প প্রস্ফুটিত হয়ে দুলছে ভৈরবী রাগ
মিশ্রিত বসন্ত বাতাসে, তার অনন্ত যৌবনা তেজস্বী রূপ-
লাবণ্যে কি পৃথিবী মোহিত হয় না?
আর মোহিত মনে মানুষ যদি সেই ফুলকে ছিঁড়ে আপন করে
নেওয়ার প্রয়াস করে, তবে প্রমাণ হয় ফুলের উপর মানুষের
মিথ্যা ভালোবাসা।


বলাৎকারে ক্ষত-বিক্ষত রক্তাক্ত পাপড়ি,এবং নির্যাতিত নারীর
অকাল মৃত্যু, আজ পুরুষ কে হত্যাকারী প্রমাণ করেছে।
কিন্তু তথাকথিত পুরুষ শাসিত এই সমাজ আজও দলিত
হওয়া পুষ্পের কাছে কখনো ক্ষমা এবং নত শিকার করিনি।
বরং আহত কে অপবাদ, লাঞ্ছনা, এবং কলঙ্কিনী হয়ে
আত্মহত্যা করতে হয় আঁধারে অন্তরালে।


একে তুমি আধুনিক সভ্য-সমাজ বলো?
যেখানে জাত-পাতে অবিরাম অন্তরীক্ষে চলে মেঘগর্জন।
যেখানে নিজ স্বার্থের জন্য কাউকে হত্যা করার নাম হয়
ভালোথাকা।
যেখানে পুরুষের ভয়ে নীরব হয়ে বদ্ধ ঘরে অত্যাচারে
দিনে-দিনে নিঃশেষ হয়ে মরে লক্ষ কোটি নারী।
যেখানে ধর্ষণ শেষে ধর্ষিতা পায় শুধু আদিখ্যেতা, এবং অসতী
হবার পরিচয়।


তোমরা আর কত নেবে এ-সমাজে নারী সতীত্বের পরীক্ষা?
পূজার অর্ঘ সাজিয়ে যে পূজারিণী দিনরাত বসে থাকে কোন
এক দেবতার দ্বারে, সে কি সত্যি দেবতা? না মানুষ রূপী
অসভ্য সংস্কার হীন কোন এক নপুংসক?
তার পরীক্ষা কি কোনদিন হবে না এই সমাজে?


প্রদীপের তলদেশে যে আঁধার ঘনিয়ে থাকে,
তার মধ্যে পুরুষ নামক এক দল পশুর বসবাস
তা কেউ বিশ্বাস করতেই চায় না।
প্রভাত দ্বারে আসার আগেই নিশুতি নিশিতে জোর পূর্বক
ফুলের কুঁড়ি হতে অমৃত পান করলেও এ-সমাজে ফুলকেই
অপবাদ দেওয়া হয়।


দ্যূতক্রীড়া তোমরা করলে, আর নিরীহ পাঞ্চালীর হলো বস্ত্রহরণ।
অপহরণ থেকে হত্যা, যৌনতার আলিঙ্গনে বীজ বপন করা
উর্বর ভূমি করেছে নারীকে ।
অন্ধকারে হায়েনার থাবা আর বন্ধ ঘরে উলঙ্গ দেহে অত্যাচার,
ক্ষত রক্তাক্ত দেহে কতদিন আর এভাবে বেঁচে থাকা যায়?


কলঙ্কিনী-ধর্ষিতা যদি নারী হয়, তবে পুরুষ অপহরণ এবং
ধর্ষণকারী ও হত্যাকারী।
তাই আজ চিৎকার করে বলতে হয়, এ-সমাজের
প্রতিটা গৃহে শুধু ধর্ষিতা আর ধর্ষণ কারী করে বসবাস।


মূর্তি  সুন্দর করার হেতু শিল্পী যে কোন কিছু করতেই পারে,
কিন্তু চিত্র দর্শন পর যদি নিজের আপন মনকে নিয়ন্ত্রণ না
করা যায়,তবে ভাবতে হবে মানুষ আমি আজও হইনি।
কেবল অসামাজিকতায় জোর পূর্বক ফুল ছিঁড়ি আর অত্যাচার
এবং অপবাদ দিয়ে ক্ষত করে করি হত্যা।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-১৪অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ.. (সোমবার )  
দাকোপ খুলনা, বাংলাদেশ।