জীবন সত্য, মরণ সত্য, সত্যই সুন্দর
✍উজ্জ্বল সরদার আর্য


জীবন সত্য, মরণ সত্য, সত্যই সুন্দর
তবু মানুষ-মানুষের আঘাত করে,
আঁখিতে অশ্রু ঝরে বারবার।
লোভ-লালসায় ডুবে থাকা প্রাণ,
কবে করবে মুক্তির গান?
সেদিনের অপেক্ষায় চেয়ে থাকে পৃথিবী,
দুঃখের সাগরে ডুবে ক্ষয় হয় অন্তর।।


সামর্থ্য-শক্তি চিরদিন সমান থাকে না
উদিত সূর্য ডুবে যায় সময়ের অন্তিমে,
কোন বাধা মানে না।
তবে কোন পিপাসায় মনুষ্যত্ব ভুলে যাও?
কেন আমারে তুমি এত আঘাত দাও?
ক্ষুধার কাতরে যাই দ্বারে-দ্বারে,
দান দিতে যদি না পারো আঘাত দিও না আর।।


জানি একদিন সব ফুল ঝরে যাবে
সঙ্গে কিছু নিয়ে যাবে না,
তবুও তোমাদের এত অহংকার
কেন বোঝো না?
সৃষ্টি কে ভালোবাসো, সৃষ্টির সুখে হাসো,
আলো আঁধারে হেটে চলো সঙ্গী করে
দূরে নয়-কাছে এসো আপন করো আমার।।


✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১৫ সেপ্টেম্বর ২০২০ সাল,
বাংলা- ৩০ ভাদ্রা ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ