ফাগুনে আবির সাজিয়ে বসে আছি বনে পথ চেয়ে,
যদি তুমি এসো ফিরে খেলবো হোলি।
প্রাণে প্রেমের বাঁশি বাজে ফুলে-ফুলে ভুবন সাজে,
আকুলিত আঁখি অশ্রু দিয়ে-দিয়েছে অঞ্জলি।।


সজ্জিত কুঞ্জকানন ছেড়ে যে চলে গেছে,
তার প্রেম নয় কি মিছে?
তবু তারে কোকিলা কণ্ঠে ডাকি, স্মৃতি রেখা ধরে পথ চলি।।


আমি সঁপেছি প্রাণ যে চরণে, তারে পাবো কি মরণে?
বসন্ত দিনে কৃষ্ণচূড়া তলে হৃদয় দোলে-
প্রেমের নিতলে ডুবেছি ;
যে অমৃত রসে রাধিকা ভাসে বাতাসে সে সুভাষ খুঁজেছি,
রিক্ত প্রাণে পদচিহ্ন পেয়েছি সাজাতে বকুল তুলি।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ মার্চ ২০২০ সাল,
বাংলা -২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।