যুদ্ধ শেষে আসে করুণ সময়
       ✍-উজ্জ্বল সরদার আর্য


অম্বরে অভ্র জমেছে বিজলী জ্বলছে
      ক্ষিপ্ত ইন্দ্র বজ্র ছুড়েছে রে,
জানিনা আজ যুদ্ধ কেমন ভয়ানক হবে!
জেগেছে রুষ্ট প্রকৃতি এসেছে রাত্রি
রথী-মহারথী এই বুকে প্রলয় বয়ে যাবে।


পবন ছেড়েছে রথ সিন্ধু লহরীতে উন্মাদ,
ঘাতপ্রতিঘাতে পৃথিবী কম্পিত!
উঠেছে সাইক্লোন হচ্ছে ঘন বর্ষণ
জলে ধরণী প্লাবন ডুবে আমি অচেতন
চকিত মন অকালে হয়েছে নিদ্রিত।
মুক্তির মোহে রাম নাম জপেছে নাস্তিক,
সকল বনদস্যু হতে পারে কি বাল্মীক?
থাকতে পারে কজন আর অনাহারে
গৃহহারা স্বজনহারা ক্ষুধার্ত হয়ে
জলে ভেসে সকলে শুধু কাঁদতে পারে!
আদি কবি অযুত বছর ছিল ধ্যানমগ্ন,
শুনে তো আজ এরা এমনিতে মরে।


কত ইতিহাস আজও জীবিত এই দেশে
প্রভাত এসেছে কত যুদ্ধ সংগ্রাম শেষে,
আজও কত সীতা হয় অপহরণ
কত ধ্রুপদীর হয় বস্ত্রহরণ
আজও কত কাব্য লিখি রক্তে নিমেষে-
যুদ্ধ শেষে আসে করুণ সময়,
প্রজা মরে অনাহারে পীড়ায়
আজ সেই দুর্ভিক্ষ দুর্দশা দুনিয়ায়।


রচনাকাল ১৩ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
২৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।