মারো না হয় মরো
✍-উজ্জ্বল সরদার আর্য


এসো হে-বিপ্লবী বীর, করো অবাক- হও অভ্যুদয়!
আজ শত্রু মুক্ত স্বদেশ গড়তে হবে তোমায়-
বুকের রক্ত দিয়ে।
তুমি এসো গগন-পবন-ধরণী কাঁপিয়ে,
বজ্রকন্ঠে শ্লোগান নিয়ে, বিজলী জ্বালিয়ে--
দূর করো অন্ধকার।


শত্রুদমনে আজ রুদ্রতাণ্ডব হবে, সংগ্রাম হবে,
ধরণী কম্পিত হবে ক্রোধে!
বিধ্বংস হবে, রক্তের স্রোত প্রবাহিত হবে,
বিদ্রোহ করবে কোটি-কোটি জনতা শত্রুর বিরুদ্ধে।


আজ হচ্ছে বোমা বিস্ফারণ, গুলিবর্ষণ, জ্বলছে আগুন,
উঠেছে সাইক্লোন, সমুদ্দুরের বুকে হচ্ছে ঢেউ,
বাতাসে ভাসছে বারুদ গন্ধ,
চারিদিকে পড়ে আছে ক্ষতবিক্ষত লাশ,
যুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত সকলে স্বাধীন সংগীতের আশায়।


তবে তুমি কেন নিদ্রায় রত লুকিয়ে ঘরে?
ওরে ভিতু-দুর্বল চেয়ে দেখো শত্রু আজ দ্বারে।
এবার জাগো, বিদ্রোহ বুকে রুখে দাঁড়াও---
হাতে অস্ত্র তুলে নাও, ওদের হত্যা করো আঘাত করে।


রুক্ষ-তৃষিত রণক্ষেত্র, রক্ত পিপাসায় আজ কাতর।
রক্ত দাও, শত্রুর প্রাণ নাও, আসবে ভোর।
অন্যায়-অত্যাচার আর নয়, নয় অকাল মৃত্যু!
হে-বীর নব নির্মাণ হেতু দাও আত্মবলিদান,
মারো-না হয় মরো।


রচনাকাল -২১ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা ৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।