মুক্তির শ্লোগানে নেমেছি পথে
✍-উজ্জ্বল সরদার আর্য



          দেশদ্রোহী, ভিনদেশী, সন্ত্রাসীরা কোথায় ? 
                   আজ সম্মুখে বেরিয়ে আয়
         আমাদের শোষণ কারী মুখোশ ধারী দলেরা!
       যারা-বক্ষ করেছে ক্ষত পান করছে লোহিত রক্ত
         নিচ্ছে কেড়ে প্রাণ অবিরত হচ্ছি সম্পদ হারা।
               ওরা-আজ অন্তর ভরিয়ে অন্তরালে
                    আঁধারে আসে ক্ষুধার্ত হলে,
               যবনিকার ছায়া তলে করে বসবাস!
          বাইরে যত ভদ্রতা ভিতরে কেবল অশ্লীলতা
                  করছে নিরীহ জনতা হা-হুতাশ।
        
           তাই-এবার বেরিয়ে আয় হে দালালের দল
             শত-শত বীরের অকাল মৃত্যুর মহাকাল,
                রাজনৈতিক যুক্ত যত কুটিল সম্রাট!
        আজ-তোদের সময় ফুরিয়েছে জনতা জেগেছে
            বন্দুকের গুলিতে ক্ষত হবে তোদের ললাট।
                  করেছিস আমার মা-বোনকে ধর্ষণ      
                       হচ্ছে জরায়ুতে রক্ত ক্ষরণ,
                          থাবা মেরেছে হায়না!
                আর কত হবো ক্ষত নির্যাতিত নিপীড়িত
                অবাঞ্ছিত জনতার শুধু শুনি করুণ কান্না।


               আজ-গণতন্ত্র কলঙ্কিত ক্ষত-বিক্ষত সে
                অসামর্থ্য মরছে সামর্থ্যের পায়ে পিষে
                                দেশে-দেশে,
                          উচ্ছ্বাসে ওরা দেয় হানা!
          বিলাসিতায় জীবন গড়ে অসহায়রা দেশ ছাড়ে
             আগুনে পুড়ে মরি’ বুকে আমার মৃত্যু যন্ত্রণা।
              উদ্ভ্রান্ত-উদ্ধত তরুণেরা তাই উঠেছে জেগে
                  মহা সংগ্রাম হবে রুদ্র তাণ্ডব হবে
                         বিধ্বংস হবে রুদ্র রাগে-
                  মুক্তির শ্লোগানে নেমেছি রাজ পথে!
                   অসুস্থ মানবতা কি করবে বিচার
                         বুকে রক্ত ঝরে ঝর-ঝর
              রণ-ক্ষেত্রে এসেছি আজ আমরা এক সাথে।


                       তাই তোরা বেরিয়ে আয় -
             বেরিয়ে আয় জীবনের শেষ নিঃশ্বাস নিয়ে,
                 আজ হবে যুদ্ধ আমি নই কারারুদ্ধ
                     কেন আছিস এখনো লুকিয়ে?
                          শোন গগনের গর্জন!
               বাহুতে বজ্র এখন,দেবো দানবের দণ্ড
                           দেহ হবে খণ্ড-খণ্ড
           এসেছে তোদের তাড়ানোর সঠিক শুভক্ষণ।



রচনাকাল ৭ ওই জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা- ২৩  আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ( রবিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।