নারীর প্রতি
✍-উজ্জ্বল সরদার আর্য


আজও ওরা সুখ-সম্মানের খোঁজে
ছুটে চলেছে প্রতিমুহূর্ত অবিরত,
তবু ব্যর্থ বারে-বারে শাসিত সমাজে
জীবন হচ্ছে মরুভূমিতে পরিণত।
রুক্ষ-তৃষিত-পীড়িত মন করে ক্রন্দন,
দহন-দগ্ধে হয় মরণ বুকে-বিভীষিকা!
পুরুষের সম নারী হক যোদ্ধার তরবারি,
রক্ত পানে গর্জিত হবে রণে হক রক্ষিকা।


জীবন জ্বলন্ত অগ্নিকাণ্ড বিষাদে ভরা,
আতঙ্কিত হয়ে পালিয়ে আছে সবাই!
নির্যাতিত-ক্ষতবিক্ষত-দেহে ঝরে রক্ত,
পুরুষের সম নারীর গুরুত্ব কেন নাই?
এই সমাজ-দেশ বীরত্বের নাই শেষ,
আছে সংস্কার হীন অশিক্ষিত মন!
করেছে নারীকে দাসী-নর্তকী-রক্ষিতা,
দিনে-দুপুরে করছে ধর্ষণ-নির্যাতন-খুন।


বলতে পারো কে করে কাকে পরিচালনা?
তুমি কর্মযোগী হলে, নারী স্বয়ং-সংসার!
তবু তারা পায় না সম্মান-শ্রদ্ধা করো নিন্দা,
রুদ্ধ রেখেছ আজও ছলনাময় কারাগার।
এই সমাজ নিশাচর করে শুধু অত্যাচার,
পশুর মত হিংস্র ওরা খায় রক্ত-মাংস!
থাবা মেরে পাঁজর ভেঙে প্রাণ কেড়েছে,
চতুর্দিক চিৎকার শুনি হচ্ছে নারী ধ্বংস।


কৃষ্ণ পক্ষের ঘনকাল্ দৃষ্টি করে আড়াল,
যবনিকা মাঝে পুরুষ মনান্তর সৃষ্টি কারী!
ওগো-তোমরা জাগো,করো বিদ্রোহ--
সমাজের চোখে ঘৃণার পাত্রী কেবল নারী।
তাই তো বলতে চাই নারী শক্তি অক্ষয়,
আত্ম ত্যাগে সাজিয়েছে পৃথিবীকে!
প্রতিদিন বাঁচার জন্য লড়ছে-লড়বে,
এসো সম্মান-শ্রদ্ধা করি সকল নারীকে।



রচনাকাল ১৫ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা - ২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।