নয়নিকা
      ✍-উজ্জ্বল সরদার আর্য


প্রকৃতির মায়ায় প্রেমে পড়েছি বহুবার,
কিন্তু ভালোবাসতে পারিনি আমি সকলকে।
বৃষ্টি ঝরা স্নাত সকালে চায়ের কাপে চুম্বন দিতে-দিতে
জানালার পাশে এসে হাত বাড়িয়ে শীতল জলধারা ছুঁয়ে
তোমার মুখখানি কল্পনা করলেই
কবিতার রসাত্মক যেন ঝরে পড়ে পৃথিবীর বুকে।


হে-অনন্ত মহিমাময় রূপবতী জ্বলছে সেঁজুতি,
তুমি প্রসিদ্ধা নয়নিকা আমার প্রেয়সী!
তোমার কাজল কালো নয়নে নয়ন রাখলে
খুঁজতে ইচ্ছে করে নারীর হৃদয়ের অতুল রহস্য।
তাই দূরে নয় কাছে এসো, হৃদয় আসনে বসিয়ে
আজ চিৎকার করে আকাশ-বাতাস-পৃথিবী কাঁপিয়ে
বলতে চাই তুমি আমার প্রেম আমার ভালোবাসা।


ওগো তোমায় যত দেখেছি ততই মোহিত হয়েছি।
শুধু শারদ প্রাতে, মাধবী রাতে নয়,
আজ ভিজবো বর্ষায় কদম বনে তোমার হাতটি ধরে।
তুমি না কোন তিলোত্তমা, আর না তো মোহিনী,
তুমি সেই --যে প্রকৃতির ঊর্ধ্বে, আমার অন্তরের দেবী।


শ্রী-পূজারিণী হয়ে যেদিন করেছিলে আমার
ভুবনে প্রবেশ, থর থর করে কেঁপে উঠেছিল
পদধ্বনিতে হৃদয়,
অযুত বছর ধরে ধ্যানমগ্ন প্রাণে জেগেছিল প্রেম,
ছুটে ছিলাম পিছু পিছু বসন্ত সৌরভে।


ওগো আজ কিছুক্ষণ নিস্তব্ধ চিত্তে আমাকে তাকিয়ে
থাকতে দাও,
আমি দেখতে চাই শুধু তোমাকে।
তোমার পূর্ণ প্রভা রূপ লাবণ্যময়ী তেজস্বীতা
আমাকেই করেছে প্রেমের পূজারী।
তাই নিজ হাতে তোমাকে সাজাতে চাই উত্তম রূপে,
বনফুলের মালা গলায় পরিয়ে
             চরণ রাঙাতে চাই বুকের রক্তে।
এবং নূপুর হয়ে জড়িয়ে থেকে বাজতে চাই সুমধুর সুরে
আপন মনে নির্জনে।


রচনাকাল ১১ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
২৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।