ওগো কে তুমি উদাসিনী
✍- উজ্জ্বল সরদার আর্য


ওই পতিত পাতার দলিত ধ্বনি পরাভূত প্রাণে বাজতে শুনি,
              সাথে নবীনা নর্তকীর নূপুর গুঞ্জন!
ওগো কে তুমি উদাসিনী? আজ আমার জাগালে যৌবন।
     তাই পুলকে পুষ্প ঝরে এ-বসন্তে তোমার তরে,              
                   তুমি ফেলে-চলে যেওনা!
      আজ  জেগেছে যে প্রেম প্রাণে তোমার আগমনে            
                   ওগো তারে ভুল বুঝোনা।
     যদি যাও চলে ওই পথে পদরেণু রেখো হৃদয় রথে,      
           সে-স্মৃতি টুক নিয়ে বাঁধবো কুঞ্জ কাননে!
        আজ আকুলিত মনে রেখেছি তার নয়নে-নয়ন,
     প্রেম পূজারী প্রিয়ার প্রহরী প্রদীপ জ্বালিয়ে তোরণে।
         তাই লজ্জায় ফুটেছে হাসি ব্রজে বেজেছে বাঁশী,    
                 তোমারে শুধাই-শুনতে কি পাও?
          কত খেলেছ লুকোচুরি হয়েছো অধরা মাধুরী,
       চলেছ স্মিত মুখে আবীর মেখে একবার ফিরে চাও।
ওগো ছুঁয়ে যাও রেখে যাও স্মৃতি বাজবে বীণা গাইবো গীতি,
   আমি টেনে দেবো সিঁথিতে সিন্দূর পদ্মাসনে বসাবো বধূর
           তুমি মোহিনী মনোহরা তোমার হবো পতি।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল-১ মে ২০১৮ সালে
বাংলা ১৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।