ওগো রজনী একবার বলো, আমার প্রিয়া কেমন আছে        
✍-উজ্জ্বল সরদার আর্য


   ওগো রজনী একবার বলো, আমার প্রিয়া কেমন আছে?
             সে-কি ভালো আছে, নাকি ভালো নেই-
                        জানতে ইচ্ছে করে শুধুই,
     তাকে বলে দিও অপেক্ষায় আজও কেউ বসে আছে।
                  আঁধার পথে যায় না গো পথচলা,
                   না বলা কথা অন্তরে করে খেলা,
                 তুমি বলে দাও-- বলে দাও আমায়
                      তারে খুঁজে পাবো কোথায়?
            ক্ষত চরণে রিক্ত মনে বেদনা বাসা বেঁধেছে।
   ওগো রজনী একবার বলো, আমার প্রিয়া কেমন আছে?


    আজও আকাশে চন্দ্র হাসে,তারা মেলে আছে আঁখি!
      রজনীগন্ধা ফুটেছে বনে, আমি তারে হৃদয়ে রাখি।
            তবু সে কেন আসে না, আমারে দেখা দেয় না,
                          গান গায় না সুরে-সুরে ----
   শয়নে-স্বপনে আকুল মনে আমি কাছে চেয়েছি তারে।
             জানি অন্তরে যা চায় পাওয়া তা যায় না,
                 যে চলে গেছে সে আর এলো না,
           আকুল নয়নে পথ চেয়ে থাকি প্রতিক্ষণে
     হে-হারানো প্রেম  তুমি ফিরে এসো আমার কাছে।
  ওগো রজনী একবার বলো, আমার প্রিয়া কেমন আছে?


              নিশি নির্জন নিভৃতে পথ চলতে-চলতে
                         আজ পথ হারিয়েছি,
                 তবু ক্লান্ত মন তোমাকে করে স্মরণ
                     ওগো তোমায় ভালোবেসেছি।
          রিক্ত বুকে রক্ত ঝরে- নয়নে ঝরে জলধারা,
           প্রাণ আমার যায়-যায়, বুকে বেদনা ভরা।
                  যে সুখ-সন্ধানে গিয়েছিলে চলে,
                   ওগো তা কি তুমি আজ পেলে?
       আলো-আঁধারি জীবন অবসান খোঁজে প্রতিক্ষণ,
         প্রতীক্ষ্যমাণ দাঁড়িয়ে থাকে ভালোবাসার কাছে।
  ওগো রজনী একবার বলো, আমার প্রিয়া কেমন আছে?



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১১ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ২৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।