অনন্তদিনের অপেক্ষা
✍-উজ্জ্বল সরদার আর্য


      সূর্য প্রায় অস্তমিত আলোছায়া আঁচলে মেখে
      গোধূলির সৌন্দর্যে ভুবন মোহিত।
      রঙিন আকাশের সাথে রঙিন জলাশয়ের অপূর্ব
      মেলবন্ধন,
      চলতি পথচারী কে থামিয়ে দেয়।
      দখিনা বাতাসে ভেসে আসছে সুগন্ধ,
      পাহাড়ের চূড়া বেয়ে ঝরে পড়ছে ঝর্ণা,
      ফুল বিছানো গ্রামের রিক্ত পথে পথে ঘুরে
      আর কতদিন ওগো তোমায় খুঁজবো প্রকৃতির মাঝে?


      আজ মনে হয় হিমালয়ের শিখরে দাঁড়িয়ে
      চিৎকার করি,
      আকাশ-বাতাস-পৃথিবী কাঁপিয়ে বুকের সমস্ত
      তীব্র ব্যথা একত্রিত হয়ে হক বিস্ফারিত।
      ওগো ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি
      চিৎকার করে ডাকি তোমাকে-
      তুমি শুনতে পাও,
      তবু কিছু না বলে অন্তরালে হারিয়ে যাও।


      প্রেম না পাওয়া হৃদয়ে লহরী ওঠে,
      দ্বারে বসে তোমাকে আঁকি অশ্রুজলে।
      ওগো একবার দাঁড়িয়ে শোনো হে প্রেয়সী,
      আমি তোমারে ভালোবেসে হয়েছি বনবাসী!
      দিবস যায়, রজনী আসে, আমি থাকি অপেক্ষায় বসে-
      থাকবো অনন্ত দিন! জীবন আমার সঙ্গীহীন ---


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৫ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।