ওরে এবার জাগরে তোরা
           ✍-উজ্জ্বল সরদার আর্য


পুরাতন দিনের পরাজয় ভুলে, ওরে এবার জাগরে তোরা!
নববর্ষ বরণ করি বুকে স্বাগত প্রভাত আলোকে
জয় উৎসবে মাতোয়ারা!
ওরে এবার জাগরে তোরা!!
যতই হোক সে কালবৈশাখী-আঁখি মেলেছি ঝড় হাওয়ায়,
ছুটে চল-দল বেধে-লক্ষ্যভেদে সরাতে সংশয়!
আজ আসলো অনাগত প্রলয়-ভূবলয় ক্ষয়-ডুবেছে তরি,
সাগর-বন্ধু নয়,হৃদয়ে লহরী বয়-নদীর-নিতলে ডুবে মরি।
মৃত্যু-মহামারী-মলয় কাঁপায়, মাতাল-মারুতে গহিন-গহন
দোলায়,
আসে অমাবস্যা রাতে মহাকাল চরণ ধ্বনিতে কাঁপে অন্তরা!
পুরাতন দিনের পরাজয় ভুলে, ওরে এবার জাগরে তোরা।


ধ্যান গম্ভীর চিত্ত নিদ্রোত্থিত হলে কাঁপে মর্ত,
নির্যাতিত নারীর হলো মরণ!
সে-তো সতী, প্রকৃতি, বাতাসে বাজে তার কত গীতি
শিব-শম্ভু প্রাণে জ্বালালে আগুন।
স্বর্গ-মর্ত-পাতাল রসাতল যায়, চলছে বিধ্বংস প্রলয়-
নটরাজ-নৃত্য পাগল!
চোখে তার বহ্নি বর্ষণ, বজ্র ঘাতে হচ্ছে মরণ,
পদাঘাতে ভেঙেছে আগল- ‘হবে দক্ষ সর্বহারা’!
পুরাতন দিনের পরাজয় ভুলে, ওরে এবার জাগরে তোরা।


ডুবেছে রবি দুর্লভ দুর্দিনে প্রভাত পানে চেয়ে রজনী কাটে,
সঙ্কটে ডেকেছি প্রভুত্ব পদচারণে পড়েছি লুটে -
নব জাগরণ উল্লাসে নতুন দিবসে ফুল-ফুটবে,
জ্বরা-জীর্ণ ঘুচবে-থামবে কলহ-দ্রোহ
নির্মল-নীল আকাশে জ্বলবে রবি একদিন।
প্রাণসঞ্চারণ দিনে মরণ গানে হাসে ভুবন,
ভয়-ক্ষয় দুঃখ বেদনা তাড়াও এখন, নির্ভীকতার দ্বারা!
পুরাতন দিনের পরাজয় ভুলে, ওরে এবার জাগরে তোরা।



রচনাকাল, ১৪ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ,
১-বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ,মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।