অর্ধাঙ্গিনী
✍- উজ্জ্বল সরদার আর্য


যুগ-যুগ ধরে ছুটে চলেছি দিগন্ত থেকে দিগন্তে,
প্রভাত আলোর সন্ধানে পথ হারিয়েছি আঁধারে
ডুবেছি ভয়ানক সৈকতে।
দুঃখের তীব্র স্রোত, দুর্ভিক্ষের উত্তাল ঢেউ,
আমাকে প্রতিক্ষণে অসহায় করে তুলেছে।
কিনারা হারা, স্বজন বঞ্চিত একাকীত্ব প্রাণে,
ভেসে চলেছি গন্তব্যহীন পথে।


গোধূলির আলো স্বচ্ছ জলরাশিতে মিশে
দিগন্তে যে বালুচরের রূপ দান করে,
তা কেবল মরীচিকা।
যত কাছে গিয়েছি ভাগ্যে মিলেছে শূন্যতা,
অতৃপ্ত বেহুঁশ অন্তরে অন্তিম রবি রেখা ধরে
পাড়ি দিয়েছি যত বিদর্ভ নগর অন্ধকারে,
হয়েছি ব্যর্থ বারে বারে-
অনুভব করি পরাজিত জীবনের যত ব্যথা-বেদনা।


এমন ক্ষণে তুমি এলে ওগো আমার জীবনে,
নয়নে নয়ন রেখে কত হয় গল্প বলা!
যখনি থেমে গিয়েছি, করেছি ব্যর্থ অনুভব,
তোমার বৈভবে আমি হই উজ্জীবিত-
শত-শত প্রভাত বেলা।
হে-তেজস্বিনী তুমি আমার জীবন সঙ্গিনী,
রূপবতী-পার্বতী যেন শিল্পীর আঁকা প্রতিমা!
অশ্রু মুছিয়ে আঁধার সরিয়ে জাগিয়ে তুলেছে প্রাণ
দখিনা হাওয়ায় ছড়িয়ে ঘ্রাণ, এসেছে অর্ধাঙ্গিনী -
ওগো তুমি আমার প্রাণের-প্রিয়তমা।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৫ জুন ২০২১ খ্রীষ্টাব্দ,
২১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।