পিপাসা
     ✍-উজ্জ্বল সরদার আর্য


           ওগো কে আমি, বলো হে-অন্তর্যামী?
              প্রাণ-পিপাসায় প্রাণ নিতে হয়
                   দেহ ক্ষয়ে যাতনা সয়ে
                      বিদায় নিলে তুমি!
          ওগো কে আমি, বলো হে অন্তর্যামী?


                    একই স্রষ্টার সৃষ্টি সবে
               সকলে বাঁচার অধিকার পাবে,
          তবুও মরছে ওরা বইছে রক্ত ধারা
         ওরে এই প্রাণ-পিপাসা মিটবে কবে?
           চিত্ত সকল-সম শুধু দেহ ভিন্ন মম
                আছে অনন্য জীব-জগতে,
               ক্ষুধার লালসায় ছুটছে সবাই
           শক্তিহীনাদের গিলছে দিবা-রাতে।
           হে-প্রভু তোমার এই বিচিত্র লীলা
               ভাবতে-ভাবতে যায় বেলা,
             হৃদয়ের কাছে মনের কি মূল্য?
           সকলের মত শরীর চেয়েছি আমি!
          ওগো কে আমি, বলো হে অন্তর্যামী?


       কারো খেয়ে কেউ বাঁচে মানুষ প্রাণী ব্যাচে
                       করছে ব্যবসা,
        ওদের ঐশ্বর্য লোভে প্রাণ প্রদীপ নেভে
                করছে করুণ হত্যা-সহসা।
      নিজের কাছে নিজেই দামি সকলে সংগ্রামী
           শুধু রক্ত-মাংসের লোভ লালসায়,
     জীব মেরে প্রাণ বাঁচানো, তা নয় কি জঘন্য?
             প্রভু আমারে এবার করো ক্ষয়-
                   আমি চেয়েছি বিদায়।


রচনাকাল ৩০ ডিসেম্বর ২০১৯ সাল
বাংলা ১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।