আমি বাংঙ্গালী,আমি বাংঙ্গালী,বাংঙ্গালী আমার গর্ব,,
বাংলার বুকে বাংঙ্গালী হয়ে জন্ম লয়ে জীবন হয়েছে আমার ধন্য!
আমার নেই কোন চাওয়া, নেই কোন পাওয়া, ঐ'মহান স্রষ্টার কাছে,
আমি স্বর্গের সুধা পান করি  বাংঙ্গালী হয়ে বাংলার মাঝে।
অমর হয়ে থাকতে চাই আমি  এই বাংলার বুকে,
আমি নদীতে সাতার কাটি - জেলে হয়ে নৌকা লয়ে যাই মাছ ধরতে,
বাংলার আঁকা বাঁকা পথে ঘুরি পথিক হয়ে - ধুলা বালির সাথে মিসে।
আমি পাখিদের সাথে ডানা মেলে উড়ি খলা আকাশে - বাতাসে,
গ্রিষ্মের প্রখর উত্তাপে চারিদিকে দেই জালিয়ে,
যেখানে দেখি অন্যায় - প্রতিবাদ করি জীবন দিয়ে।


আমি শ্রাবণের বাদলের ঝর্ণা হয়ে পড়ি পৃথিবীর মাঝে,
চাষি হয়ে যাই মাঠে সবুজ শস্য ভরিয়ে দেই চারিদিকে।
শরৎতে  কাশ ফুল হয়ে নদীর পাড়ে নাচি পবনের সাথে মাথা নেড়ে ,
পৃথিবীর বুকে সন্ধয্য সৃষ্টি করে জীবন ধন্য হয় যে।
হেমন্তে ডানামেলে উড়ি মৌমাছির সাথে - মধু পান করি ফুলের উপর বসে,
গুন গুনিয়ে এই বাংলার গান করি যত কাল থাকি বেচে।।


শীতে  পূর্ব দিগন্তে হই আমি সূর্য,
           সুখে দুঃখে দাড়াই মানুষের পাশে!
বসন্তে ককিল হয়ে ছুটে চলি কুহু কুহু সুরে,পলাশের পানে।
থাকি না ঘরের কনে পড়ে,
     জীবন দিয়ে রক্ত ঝরিয়ে স্বাধিন রাখি দেশ কে!
আমি শৈশবে মায়ের কলে শুয়ে একটি ভাষা শিখেছি,
         বাংলা যে তার নাম!!
                     তাই আজও আমি বাংলাই কথা বলি।
আমি কবিতা লিখি আমার জীবন কাহিনি লয়ে,
    তাই আমার জীবন ধন্য হয়েছে বাংঙ্গালী হয়ে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা