আমি পৃথিবীর তরে এসেছি বহু রূপে বহু বার,
      কিন্তু পারিনি অমর হয়ে থাকতে -
যতোবার এসেছি ততবার অত্যাচারের হয়েছি শিকার,
শুকনো গাছের পাতার মতো পড়েছি ঝরে মাটির    বুকে-
আগুন দিয়ে বিদায় দিয়েছে এই পৃথিবী থেকে।
ওরা আমাকে রাখতে চায় শিকল দিয়ে কুকুরের মতো বেধে,
  ওদের কথা মতো ঘুরতে হবে অবিরাম ওদের সাথে!
ক্ষুধা যন্ত্রনায় বুক চাপড়ে ধরে,
   কেঁউ কেঁউ শব্দে ধরতে হবে ওদের পায় বেড়ি দিয়ে।


কিন্তু আমি ওদের কথা পারিনা মেনে চলতে,
এই জন্য এতো বিদ্রোহ আমার সাথে ওদের।
তবু আমি মৃতুর ভয়ে থাকিনা কখনো থেমে,
ক্রমশ ছুটে চলি স্বাধীন মুক্তির পথে !
তাই আজও পরাজিত হয়ে ছুটে চলছি অগ্নির মতো অদের পানে,
বুক পেতে দেই আগলে,
           রক্ত ঝরিয়ে দেই পৃথিবীর তরে,
তবুও বাচতে চাইনা ওদের পদতলে।


//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা