মোর্ তৃষিত আকুল  নয়নে  ,
তোমাকে দেখতে পেলাম'না এ জীবনে।
তবুও খুজে পেতে চেয়েছিলাম  তোমায়,
  কিন্তু, অনন্ত  অন্তরায়।


এক দিন দ্বিজ শুরে ডেকেছিল মোরে,
ছুটেছিলাম তার সন্ধানে অম্বরে।
কিন্তু, দুর্ভাগা ললাটে সুখ কি মেলে?
মোরে একবার ডেকে অন্তরালে গেলে  চলে।


তখন দ্বারে চলছিল বসন্ত,
অবনীতে ফুলে ফুলে অনন্ত,
তবুও, মোর্ অন্তর তৃষিত রিক্ত।
ঐ'অচেনা সুভাষ পেতে চেয়েছিল হৃদয়,
  যোগী হয়ে তাই বসেছিলাম  সাধনায়!
কিন্তু, অনন্ত অন্তরায়।