কেন তুমি এসেছো?
এসে কেন হৃদয় মাঝে বসেছো ?
তব প্রেমের ছোয়া মোর্ হিয়ায় লেগে
বিনা বাজে  হরষে,
ধরেছি গান,
তুমি নৃত্য কর নূপুর পায়ে আবাসে।


তবে কেন তুমি এসেছো?
এসে কেন হৃদয় মাঝে বসেছো?
প্রেমে পড়ে নব শিল্পী হয়েছি,
তব ছবি এঁকেছি,
যমুনায় পদ্ম ফুটিয়ে দেবী রূপে বসিয়েছি,
যগি হয়েছি,
তব সাধনায় বসেছি।


তবে কেন এসে আজ গেলে চলে?
হাত ধরে  -গীত গেয়ে,
তরী হয়ে প্রেমের তটিনী পাড়িদিয়ে,
কেন মোরে ভুলে গেলে?
তোমার ঐ'রূপের আধো আলো,
মোর্ লাগে ভালো।
তাই আর করনা তুমি ছল,
তব প্রেমে হয়েছি অভাগা পান্থ,
নয়নে ঝরছে সর্বদা অশ্রুজল।


..
উজ্জ্বল সরদার।