গোধূলি লগন দ্বারে বয়ে যায়,
এখন, শেষ মরা জীর্ণ কায়।
ফুল - ফল হারিয়েছি পাতা,
ছিড়ে গেছে যৌবনের মালা
গাথা।
বসে বহুতুলে ডাকতে চাই না আর,
নয়নের ঝর্ণা ঝরিয়ে  চরণ রাঙাবো না তোমার।
ভুলেগেছি আজ সব স্মৃতি,
ছিড়ে গেছে তোমাকে লয়ে
আমার কবিতা রিতী,
আর শুনতে পাইনা  তব
চরণে নূপুরের নৃত্য গীতি।


আসবেনা ফিরে এ'জীবনে আর বসন্ত,
মরা জীর্ণ দেহে ফুল  ফলে সুগন্ধে ভরবেনা অনন্ত।
তাই আর থাকতে চাইনা তব দ্বারে অভাগা রূপে,
ক্লান্ত তরু উষায় পাড়ি দিয়েছি,
তব নাম মম অন্তে জপে।
লহরী উঠে না পাওয়া বিরহ বুকে,
ছলনাময়ী, কৌশলী  রমনী যারা,
তারা থাকে অনেক সুখে।


..
উজ্জ্বল সরদার।