আজ বসন্ত এসেছে দ্বারে,
প্রেম জেগেছে অন্তরে।
কুসুম ফুটেছে অটবীলতায়,
সুগন্ধে ভরেছে নিলয়,
চরণ রাঙিয়েছে প্রিয়তমা লোহিত আলতায়।
আজ বসন্ত এসেছে  - - - -
মৌমাছি আসছে ,
অমৃত খেয়ে,  গীত গেয়ে, হর্ষে নৃত্য করছে !
আজ বসন্ত এসেছে।


তমিস্রা ঘুচে অন্তরীক্ষে এসেছে সবিতা ,
রুদ্র পার্বতী গড়েছে  কৈলাস শৃঙ্গীতে হরষের বাসা ।
তবে, আর অন্তরালে লুকািয়ে থেকনা সখী,
মোর্ অন্তরে তোমাকে রাখী।
সকল অভিমান ভুলে কাছে এসো,
বসন্তকে ভালোবাসো।
দিশা হারিয়েএতদিন ছুটেছো তমঃ বনে,
আজ  এসো সখী এ'বাইর ভুবনে ,
তোমাকে লয়ে প্রেমের লিলা করবো এই নিধুবনে !
আজ বসন্ত এসেছে - - - -ছন্দে,গন্ধে,গানে,
এসো সুখের নীড় গড়ি হে সখী এই ক্ষণে।


উজ্জ্বল সরদার।
দাকোপ -খুলনা।