আমাকে একা ফেলে  কথায় গেছো
হে বাদল চলে??
দিবস- রজনী আদিত্যের কিরণে মোর্ দেহ্ জ্বলে।
না বলে চলে গেলে  সখা,
হৃদয় মাঝে কেবল তোমার ছবি আঁকা,
মোরে দেও দেখা।


প্রাণের সংকট দ্বারে এসেছে
তোমার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে,
- আঁখি হতে জল ঝরছে ।
কত পণ্ডিত, কত সাধু, অামার রূপে মুগ্ধ হয়ে
আসতো ছুটে
চরণে সুধু,
সকল ক্লান্তি আমায় দিয়ে,
মোর্ হতে নিতো ফুল ফল, মধু।
আজ তারা আমায় দেখেনা আঁখি মেলে চেয়ে,
বলছে আমি নাকি দাঁড়িয়ে আছি পাজা হয়ে।


তবে, কেমন করে হবো তোমায় বিনা   দুঃখের
তরঙ্গ পার? ,
করছি  তব স্মরণ তাই বার - বার।
যদি আমায় ভাল বাসো?
তবে তুমি ফিরে এসো।
আজ করেছি নত তোমার চরণে মাথা,
যত কাল থাকবো বাচে,
তোমাকে লয়ে লিখে  যাবো প্রেমের গীত
গাঁথা।
উজ্জ্বল সরদার ★★