তমিস্রা ঘুচে রজনী ক্ষণে  নীল
আকাশে হলো চন্দ্রমার আবির্ভাব।
চারিদিক নব কিরণে ঝলমল করছে,
দূর হলো অবনীর হৃদয়ের শোক
তাপ।
দক্ষিণা শীতল সমীর এমন সময়ে
আসছে পাল তুলে কাছে,
সখী, তবে বসন্ত কি দ্বারে
এসেছে?
জীর্ণ বৃক্ষের শাখায় আজ নব পাতা
গজিয়েছে,
ওরা যরে যরে বলছে আমারা প্রাণ
ফিরে পেয়েছি,
বাঁচতে চাই,  আমারা বাঁচতে চাই, আবার নব
ফুলে ফলে তোমাকে সাজিয়ে ,
নব অবনী গড়িবার চাই।


হৃদয়ের শত কষ্টের দীর্ঘ শ্বাস
ফেলে এমনও নক্ত ক্ষণে,  মুক্ত নভোঃ
নিচে বসে আছি।
বাগানের বেলি ফুল
গুলি আজ আমাকে ঘিরে নৃত্য করছে।
অশ্রু সিক্ত আঁখি তোমার আঁচলের
টুকরা দিয়ে মুছে কেবল ওদের
দিকে তাকিয়ে আছি।
সকল বৃক্ষে আজ ফুলে - ফুলে
ভরে গেছে,
লাল, নীল,  সাদা রং যেন আমার সর্ব
অবয়বে মেখে আছে।
হৃদয়ের তরী তোমার তরঙ্গের
লহরীতে কম্পিত হচ্ছে,
যেগেছে আজ প্রেমের পিপাসা।
বুঝতে পারছি তুমি এসোছো,
সকলের হৃদয় মাঝে বেঁধেছো বাসা।
তবে, তুমি আমার মাঝে ফুল ফল হয়ে
কবে ধরাদিয়ে বলবে?
হে প্রিয়! তুমি আমার সখা ?


উজ্জ্বল সরদার
- দাকোপ খুলনা।
-------------★ --------------