৭১★
কোনো ব্যক্তি যদি বলে ধর্ম আমাকে আবদ্ধ
করেছে,
তবে আমি বলবো পৃথিবীর সে শ্রেষ্ঠ মূর্খ !
কারণ - ধর্ম সর্বদা মুক্তি প্রদান করে।
উজ্জ্বল সরদার।


৭২★
নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যদি পৃথিবীর
বুকে দহন জ্বলিয়ে দেও,
তবে আমি বলবো সেটা কোনো ধর্ম নয়।
উজ্জ্বল সরদার।


৭৩★
ধর্ম নিয়ে অহংকার করে ওরা -
বীরত্ব দেখাতে পৃথিবীর মাঝে করে একে
অপরে মারা - মারি,
আমি বলি ধর্ম তখন সার্থক হবে,
যখনি- তুমি হবে পৃথিবীর সেবা কারী।
- উজ্জ্বল সরদার।


৭৪★
যে হৃদয় অন্য হৃদয়ের সুখ, দুঃখ,কষ্ট, উপলব্ধি
করতে পারে,
এবং সব কিছুর ভাগিদারী হতে এগিয়ে আসে,
সে হৃদয় আমার কাছে ভগবানের সরূপ।
কিন্তু যে হৃদয় নিষ্ঠুর,,
অন্যের দুঃখ কষ্ট দেখে হাসে,
এবং পলায়ন করে,
সে হৃদয় আমার কাছে দেহান্তের সরূপ।
উজ্জ্বল সরদার।


৭৫★
আমারা মা দেরকে যেমন সম্মান এবং ভালোবাসি,
ঠিক তেমন ভালোবাসবো সকল মেয়েদের ও।
কারণ, আজ কাল মেয়েরা - আগামি দিনে মা হয়ে
বিশ্ব পরিচলনা করবে।
উজ্জ্বল সরদার।


৭৬★
বীর যদি হতে চাও -
বুক থেকে রক্ত ঝরাও আগে,
শত্রুর মস্তক কেটে পৃথিবীকে রক্ষা করো -
ভবে অমর হবে তবে।
- উজ্জ্বল সরদার


৭৭★
সন্তান মা কে কতোটুক ভালোবাসে -
তা প্রমাণ করে গেছে আমার স্বদেশের
ছেলে,
বুকের রক্ত দিয়ে এঁকেছে তারে -
নব শিল্পী হয়ে।
হে বিদেশ তুমি যতো শুনবে ততো অবাক
হবে।
- উজ্জ্বল সরদার।


৭৮★
ফুলের প্রতিটা পাপড়ি সুন্দরের শ্রেয়,
কিন্তু, তুমি যদি তা যোর করে ছিড়ে নষ্ট করো -
তবে ফুলকে নিয়ে পৃথিবীর যতো গর্ব ছিল তা
সব চুরমার হয় যাবে ।
উজ্জ্বল সরদার


৭৯★
মানুষ আজ লোভ লালসা'র বসে পড়ে
জীবন'কে সাজাতে,
ধর্ম অকূলে ফেলে সঠিক চরিত্র নির্মাণ
করতে'ই ভুলে যাচ্ছে।
- উজ্জ্বল সরদার


৮০★
তোমার আমার জীবন যুদ্ধে - তুমি জয়ী হলে,
তবে করুণা করে কেন বাঁচিয়ে রেখে
চলেগেলে?
উজ্জ্বল


৮১★
মানুষ নিজের সার্থ্যে লোভ লালসায় পড়ে খারাপ
কর্ম করে,
কিন্তু - কর্মের ফল যখনি বিষাক্ত হয় - তখনি আর
সেবন করতে চাই না।
----(উজ্জ্বল)


৮২★
ছাগল তার মালিককে দরিদ্রতা থেকে মুক্তি দিতে
অপরের হাতের বলী শিকার করে নিয়ে হাসতে
হাসতে দেহান্তের ভেলায় ভেসে যায়,
কিন্তু এই মানুষ নিজের সার্থে কেবল অপরকে
বলী দিয়ে গেলো,
আজও কোনদিন অপরের জন্য বলী শিকার
করে নিয়ে নিজে নিজেকে মুক্তি দিয়ে অমর হলো।
- উজ্জ্বল সরদার


৮৩★
যে ব্যক্তির হৃদয়ে দান -প্রেম - ধৈর্য - ক্ষমা -
ইত্যাদি আছে,
সেই ব্যক্তি জীবনে সুখ খুজে পায় এবং অমর
হয়।
উজ্জ্বল সরদার


৮৪★
আমি রক্ত চাই, বহ্নি কুণ্ডলী হয়ে
ঐ'ভেনদেশী - সন্ত্রাসী - জঙ্গিদের মাঝে
জ্বলতে চাই, আমি স্বাধীনতা চাই, আমি মুক্তি চাই
-----(উজ্জ্বল)


৮৫
সকল দেহে লোহিত রক্ত,
তবে রক্ত কেন রক্ত পিপাসায় সদা থাকে
উদ্মত??
উজ্জ্বল সরদার।