৮৬★
সকল যুদ্ধে ধর্মের জয় হয়,
তাই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ।
উজ্জ্বল সরদার


৮৭★
কর্ম - কাম - উপাসনা তুমি যে বিষয়ে যুক্ত হও না
কেন,
তুমি মনে রাখবে এর মধ্যে ধর্ম শ্রেষ্ঠ !
তাই সদা ধর্মকে মেনে পথ চলবে।
উজ্জ্বল সরদার


৮৮★
দিন দিন পৃথিবীতে কামের চাহিদা বাড়ছে, আর কামে
পড়ে জ্ঞান শূন্য হয়ে সকলে ক্রুদ্ধ, আর
ক্রুদ্ধ থেকে জন্ম নিচ্ছে কলহ, আর কলহ হয়ায়
অবনী হচ্ছে ধ্বংস।
অর্থাৎ পৃথিবী এখন থেকে দিন দিন ধ্বংসই হবে।
- উজ্জ্বল সরদার


৮৯★
বীর সেই হয় যে রনক্ষেত্রে যুদ্ধ করতে
করতে মৃত্যুবরণ করে,
কিন্তু, পরাজিত শিকার করে নিয়ে কাপুরুষের নেয়
পলায়ন করে না।
(উজ্জ্বল সরদার)


৯০★
যারা ভালোবাসাকে মোহো তৈরি করে হৃদয়ে
পুষে রাখে, তারা পৃথিবীর সবচেয়ে লভি, এবং
মূর্খ ব্যক্তি,।
তাই জীবনে চলার পথে তাদের অকালে মৃত্যু
হয়!
কারণ - ভালোবাসা করুণা থেকে আসে, আর
মোহো অহংকার থেকে।
(উজ্জ্বল সরদার)


৯১★
যতোই বৃহৎ - ভয়ংকরী - রাগান্বিত সাপ ঐ'হও,
একবার বিষ হারালে ঢোড়া হয়েই লুকিয়ে নতো
হয়ে বাঁচতে হবে ।
(উজ্জ্বল সরদার।)


৯২★
যে ব্যক্তি হৃদয়ে ক্রোধ নয় জ্ঞান ধারণ করে,
সে উত্তম এবং সবার থেকে পৃথিবীর সর্বাধিক
শ্রেয়!
কারণ জ্ঞান পৃথিবীতে সর্বদা শান্তি স্থাপন করে -
কিন্তু জঘন্য ক্রোধ সর্বদা অশান্তি, পিড়া, দুঃখ, যুদ্ধ
, প্রদান করে ।
- উজ্জ্বল সরদার)


৯৩★
যারা ধর্মকে সম্মান করে - তারা যে বর্ণের মানুষ
হক,
সর্বদা সকলে ভালোবাসবে এবং মঙ্গল কামনা
কররে।
- উজ্জ্বল সরদার


৯৪★
যেখানে মোহো থাকে সেখানেই ভালোবাসা
থাকেই না, যদি কখনো আপনার সন্তানের উপর
ভালোবাসা নয় - মোহের জালে আব্ধ করেণ,
তবে সে সন্তান একসময় সঠিক পথ নির্দেশন
করতে ভুলে যাবে!
এবং সে সন্তানের কারণে আপনার -সম্মান - ধর্ম -
সব হানি হবে এবং এমন কি মৃত্যুও।
- (উজ্জ্বল সরদার)


৯৫★
প্রেমের সাথে ছলকরে ভোজনে যখনি
তৃপ্তি না পায়,
কেঁদে - কেঁদে তখনি বলে আমি ব্যর্থ
প্রেমিক /প্রেমিকা।
- (উজ্জ্বল সরদার।)!


৯৬★
প্রকৃতির এক সামান্য অংশ যদি নারী হয় -
তবে এই পুরুষ কিসের জন্য প্রকৃতি কে রেখে নারীকে ভগ করতে সদা চায়?


৯৭★
শ্রাবণের জলধারা - আর অভাগীর নয়নের জলধারা
প্রেয় সমান,
পার্থক্য কেবল শ্রাবণ  কিছু দিনের পর
চিরদিনের জন্য চলে যায়,
আর অভাগী  যুগ যুগ ধরে ঝরাতে ঝরাতে দেহান্ত হয়।
(উজ্জ্বল সরদার)


৯৮★
কেবল যুদ্ধ করলে যোদ্ধা হওয়া যায় না,
উত্তম - সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে গেলে
হৃদয়ে করুণা - প্রেম - ধর্ম -ইত্যাদি থাকা দরকার।
(উজ্জ্বল)


৯৯★
খারাপ লোকের দেওয়া অমৃত ফল পেয়ে
খেয়ে পেলোনা,
তবে তোমাকে পৃথিবীর সকলকে ছেড়ে
চলে যেতেও হতে পারে।
(উজ্জ্বল)


১০০★
ক্রোধ - হিংসা - দ্বন্দ্বের মতো জঘন্য
জিনসকে হৃদয়ে পুষে যদি তুমি সদা পথ চলার
প্রতীজ্ঞা করো,
তবে তোমার অকালে দণ্ড প্রাপ্ত হয়েই
দেহান্ত হবে।
(উজ্জ্বল)