১৬৬★
দেয়া-নেয়া ভালবাসার এই যুগে,
অনুরাগ ভেঙে, অবনী ধ্বংস করতে-রাগ
সৃষ্টিতে,সকলে ব্যস্ত কেবল ভোগে।
- উজ্জ্বল সরদার


১৬৭★
দেহ মিলনে ক্ষরিত হয়ে কি আর ভালোবাসা পাওয়া
যায়?
ভালোবাসা পেতে হলে আগে মনের মিলন চাই।
- উজ্জ্বল সরদার


১৬৮★
ব্যর্থতা থেকে'ই হৃদয়ে জ্ঞানের আলো
প্রবেশ হয়, আর জ্ঞান দ্বারা'ই জীবনটাকে
চিনতে সক্ষম হয়।
অর্থাৎ ফুল তুলতে গিয়ে যদি হাত দিয়ে রক্ত না
ঝরতো,
তবে কি ফুলের এতো'ই মাহাত্ম্য থাকতোর ?
- উজ্জ্বল সরদার


১৬৯★
ক্ষুধার্ত তৃষ্ণার্ত ইঁদুর যখনি এক টুকরো খাবারের
জন্য গর্ত হতে বাইরে আশে, কতো হাজার
বিপদের সম্মুখীন হতে তাকে ।
ছলনাময় আবাদ্ধ,ফাঁদে বদ্ধ, আবার তাকেই হতে
হয় কোন প্রাণীর ক্ষুধা মেটাতে খাদ্য। লাঞ্ছনা
অপমান, ক্ষুধার তাড়নায় বিষপান, সকল পিড়াকে
মেনেনিয়ে কম্পিত হতে হতে দেহান্তেরর
পরে ঘটে তার অবসান।
এটাই বাস্তবে এবং এটা মেনে নিতেই হবে
সকলের -তাই সে কঠিন থেকে যতোই কঠিন
হক।
- {উজ্জ্বল সরদার)


১৭০★
অন্তর যার প্রতি যতো দুর্বল,
সম্মুখে সে বারে বারে দাঁড়ায় হয়ে মহাকাল।
- উজ্জ্বল সরদার


১৭১★
সুন্দর পৃথিবীতে কেন হলো
অপদার্থের সৃষ্টি ,
হৃদয় দিয়ে এক বিন্দু ভালোবাসা দিতে পারেনা
লোভে পড়ে কেবল ক্ষত বিক্ষত করে বারংবার করে ভুল ভ্রান্তি।
উজ্জ্বল সরদার


১৭২★
অপরাধী'কে ক্ষমা করতে শেখো,যে ব্যক্তি
বিদ্রোহের বদলে বিদ্রোহ ঘোটিয়ে
লোহিত রক্ত নিয়ে খেলা করে ,সে ভৈরবী
জ্ঞানহীন পশুর চেয়েও ভয়ানক হয়।
- উজ্জ্বল সরদার


১৭৩★
তুমি সাহিত্য'কে বেশি বেশি করে ভালোবাসো,
যে ব্যক্তি সাহিত্য'কে ভালোবাসে না, তার মতো
ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই।
- উজ্জ্বল সরদার


১৭৪★
কেবল আবেগে মুখে বড়ো বড়ো কথা বলা
নয়, কর্ম দ্বারাই সর্বদা ভালোবাসার প্রমাণ দেওয়া
হয়।
-{উজ্জ্বল সরদার


১৭৫★
ভালোবাসার নামে ছল করে ভোগের পিপাসায়
যদি তুমি সারাজীবন ছুটে চলো, তবে
জীবনের মাহাত্ম্য কোনদিন উপলব্ধি করতেই
পারবেনা,
সত্যিকারে ভালোবেসে সেবক হয়ে ত্যাগ
করতে শেখ,তবে নিজে নিজেকে চিনতে
পারবে এবং এই সুন্দর পৃথিবীর ভালোবাসা পাবে।
- উজ্জ্বল সরদার


১৭৬★
অহংকার বশে নিজে নিজেকে শ্রেষ্ঠ ভেবে
যদি তুমি সর্বদা মাথা উচু করে রাখো, তবে
জীবনে কোন কিছু প্রাপ্ত করতেই পারবেনা।।
তাই সর্বদা নিজেকে ক্ষুদ্র ভেবে মাথা নত
করে রাখো,
তবে জীবনে চলার পথে মাথা উচু করতে
অনেক কিছুই প্রাপ্ত হবে।
- উজ্জ্বল সরদার


১৭৭★
তুমি সুন্দর তাই তোমার কত অহংকার ,
কিন্তু একবার ভেবে দেখো,
এ' প্রকৃতির কাছে তুমি কতো তুচ্ছ?
(উজ্জ্বল)


১৭৮★
নিজের সারথ্যের জন্য অপরের সাথে দ্বন্দ্ব
করোনা,
যদি যুদ্ধ করতেই হয়
তবে পৃথিবীকে রক্ষা করতে, শক্রর সাথে
যুদ্ধ করো।
তবে পৃথিবীর বুকে প্রেম, ভালোবাসা, ত্যাগ,
দৃঢ়তর থাকবে,
আর লোভ, লালসা, মোহ, নিজ সারথ্যের চূর্ণ
ঘটবে।
- উজ্জ্বল সরদার।


১৭৯★
তুমি নিজে নিজের বিবেক কে জাগাও,
যার বিবেক জাগ্রত না,
সে কখনো ভালো - মন্দর সঠিক বিচার'ই করতে
পারে না।
- উজ্জ্বল সরদার


১৮০★
প্রদীপ যেমন নিজের সারথ্য ভুলে নিজেকে
ক্ষরিত করে দীপ্তি ছড়িয়ে তার চতুর্দিক
আলোকিত করে,
তেমনি তুমিও নিজের সারথ্যে জন্য দেহকে
ক্ষরিত না করে চতুর্দিক আলোকিত করতে
দীপ্তি ছড়াতে নিজেকে ক্ষরিত করো।
তবে পৃথিবীতে তুমি অমর হয়ে থাকবে ----
- উজ্জ্বল সরদার


১৮১★
জীবনে ছুটে চলার পথে নিজের বিবেক এবং
সর্ব শ্রেষ্ঠ জ্ঞানকে লোভ লালসায় পড়ে
মূল্যহীন করোনা,
তবে তোমার জীবনের লক্ষভেদ হবার
আগেই চিরদিনের জন্য তোমাকে থেমে
যেতে হতে পারে।
- উজ্জ্বল সরদার


১৮২★
ভয় মানুষকে সর্বদা দুর্বল করে দেয়,
আর দুর্বল মানষের বিবেগ কখনো জাগ্রত
হতে'ই পারে না।
- উজ্জ্বল সরদার


১৮৩★
আমাকে ভেবে ভেবে হয়েছো তুমি মাহান,
আর সেই তুমি আমাকে আবাব্ধ করতে,
এবং সকলের সম্মুখ হতে লুকিয়ে রাখতে , আমার
সর্ব অবয়ব ঢেকে দিয়েছো - মুখ ঢাকতে
মস্তকে তুলে দিয়েছো অবগুণ্ঠন?
- উজ্জ্বল সরদার