রক্তাক্ত কবিতা
   ✍- উজ্জ্বল সরদার আর্য


যুগ বদলের দিনে মায়ের চরণে, রক্ত দাও হে ঢেলে!
হে বীর,আমি অধীর, অপেক্ষা করি তোমার অশ্রুজলে।
বিষাক্ত দুর্গন্ধ করে অবরুদ্ধ, নীরহ প্রাণের নিঃশ্বাস!
দহন নিভাতে আসবে এই রাতে, আমার পূর্ণ বিশ্বাস।
তাই লাশের স্তূপে শুয়ে, এখনো আছি আশা নিয়ে!
একদিন হবো স্বাধীন, আর কাটবে না দিন ভয়ে।


ওদের অত্যাচারে জনতা মরে, আরো কত মরবে!
ঘরে ধর্ষিত বোন এনেছে শ্রাবণ, শুধু রক্ত ঝরবে।
আমি ডেকেছি যুদ্ধ হয়ে ক্রুদ্ধ, রুদ্র রূপে এসো রণে!
হাতে তরবারি চেয়েছি মহামারী, রুষে উঠি রক্তপানে।
আজ জাগ্রত-জনতা হয়েছে একতা,করতে সংগ্রাম!
চেয়েছি বিচার ডেকেছি তোমার, রক্তে লেখ নিজ নাম।


তবে হে বীর ভ্রাতা, আজ তোমার কেন এত নীরবতা?
ঘরে ঘুমিয়ে মুখ লুকিয়ে,দেখা যায়না রক্তাক্ত কবিতা।
কবি কেঁদে যায় দূতাসভায়,পাঙ্চালীর বস্ত্র হরণে!
নারীরা নর্তকী এখন দিচ্ছে বিনোদন, রাতে-দিনে।
কারো গালে মদ্য ঢালে, কেউ নেয় কোলে তুলে,
নেশার ঘরে জড়িয়ে ধরে,মিথুন রত হয় সকলে।


তাই নব সমাজ সাজাতে আজ জাগ্রত হও তুমি,
যত অনিয়ম-উচ্ছৃঙ্খল করি ছিন্ন শিকল আমি।
শত্রু রাজা কি দেবে সাজা? জঙ্ঘা চিরে নেবো প্রাণ!
দেবনা পালাতে ভীম রণভূমিতে, রক্ত করবো পান।
শ্লোগান আমার বিধ্বংস কর্,মারতে হবে ওরে-ওদের!
দুর্লভ রাত ঘাতকের আঘাত, ভুলতে হবে আমাদের।


মৃত্যুর ঘ্রাণ বিচলিত প্রাণ, করে ভিতু-কাপুরুষের!
ন্যায়ের জন্য বিশ্ব কাঁপানো,যথার্থ প্রতিপন্ন বীরদের।
তাই যুদ্ধ করো অস্ত্র ধরো, বিধ্বংসী রূপে রণক্ষেত্রে!
কেড়ে নাও প্রাণ দাও গর্দান, হও সকলে একত্রে।
রক্তে রঞ্জিত ভূমি হও সংগ্রামী, আনতে হবে স্বাধীনতা!
গণতন্ত্র দেশে, ভয় কিসে? আজ নয় কোন নীরবতা।


তোমার নির্বীজ প্রাণ চায় পরিত্রাণ, হই বারে-বারে ক্ষয়!
যত শুনি শত্রুর সুর চিন্তিত বিদুর, জাগে প্রাণে ভয়।
কুরুবংশ হবে ধ্বংস, কে করে কাকে আর রক্ষা!
পঞ্চ-পাণ্ডব তুলেছে তাণ্ডব, পাবে মূর্খরা শিক্ষা।
যদিও রাজ্যহারা এখন আমরা,ধরছে তাই টুঁটি চেপে!
মরছি কত হচ্ছি দলিত, উড়ছে পতাকা মৃত স্তূপে।


আগুন জ্বেলেছে কত, জ্বলছে শ্মশান অবিরত -
কুণ্ডলী পাকিয়ে ধোয়া হয়ে মেঘো ছায়া, মন মুখরিত।
মনের সুখে আহত বুকে, চুষছে মায়ের রক্ত!
ক্ষতবিক্ষত 'মা' অসংরক্ষীত,কাটে না এই নক্ত।
তাই জাগরণে আছি রণে, করছি কেবল যুদ্ধ!
ভেঙে রুদ্ধ দ্বার বেরিয়ে এসো এবার হও ক্রুদ্ধ।


নাও প্রাণ দাও রক্তদান, কবির কলমে রক্তের কালি!
অস্ত্র ধরি যুদ্ধ করি, রক্তাক্ত কবিতায় কবির অঞ্জলি।



রচনাকাল ২৬ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
১১আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।