সম্পর্ক নয় বাঁচতে হবে সমর্পণে
               ✍-উজ্জ্বল সরদার আর্য


জীবনের প্রারম্ভ থেকে সম্পর্ক ভিত্তি করে করা হয়
প্রেম নিবেদন এবং প্রেম পাওয়া।
আর তারই সাথে ধর্ম,জাতি, এবং বংশপরম্পরার মত
মনগড়া মনুষ্য সৃষ্টির সকল বন্ধন,
আমাদের বেঁধে ফেলেছে অনন্ত যুগ থেকে।


কিন্তু যখনি মন মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আঁধার সরিয়ে
আঁখি মেলেছি, দেখেছি ওগো তোমায়।
তাই আজ সত্য-সুন্দর এবং প্রেমের পূজারী হওয়ার
পেয়েছি সৌভাগ্য।


কেননা তুমি কোন শিল্পীর তৈরি মাটির প্রতিমা নও,
নও কোন অদৃশ্য ভগবান।
তুমি বাস্তব, তুমি সত্য,তুমি আমার প্রেম এবং
চেতনার বহিঃ প্রকাশ।


ওগো তাই তোমায় ভালোবাসতে আমায় করতে হয়না
রাজনীতি, করতে হয় না কোন দলীয় সংগঠন।
পরম্পরা বা নিয়ম মেনে পুস্তকে লেখা মন্ত্র পাঠে
করতে হয় না পূজা।


কারণ আমি জাত,ধর্ম,সম্পর্ক, নিয়ম নীতি,পরম্পরা বা
সামাজিকতায় বিশ্বাসী নই।
আমি বিশ্বাস করি শুধু তোমাকে,
বিশ্বাস করি হৃদয়ের ভক্তি-প্রেম ও সমর্পণ কে।


যে মনুষ্য সম্পর্কের আঁধারে ডুবে তোমায় দেখেছে
বহু রূপে, ডেকেছে একাধিক নামে,
তাদের দৃষ্টি দলিয়ে আমি দেখেছি তোমায়
নির্জনে-নিভৃতে নির্মল দৃষ্টিতে আমার দেবতা রূপে।


তাই ধর্ম অন্ধ হয়ে প্রকাশ্যে ধার্মিকতা দেখাতে
মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে আবেগে অশ্রুপাত করে,
গৃহে ফিরে তোমায় করি না অত্যাচার,শাসন-শোষণ।


কেননা প্রেম প্রকাশ্যে বাঁচে না, বাঁচে অন্তরে,
মনুষ্যত্ব চরিত্রায়নে, এবং অঞ্জলি দানে।
হতে পারো অন্যদের দৃষ্টিতে তুমি ভিন্ন-ভিন্ন,
কিন্তু আমার দৃষ্টিতে তুমি অনন্য,
আর অভিন্ন প্রেমে তোমায় পূজা করে যাবো অনন্ত যুগ।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৬ আগষ্ট ২০২০ সাল,
বাংলা- ২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।