শান্তি দাও হে প্রভু শান্তি দাও
    ✍-উজ্জ্বল সরদার আর্য


শান্তি দাও হে প্রভু, শক্তি দাও।
প্রখর রৌদ্র তাপে লুণ্ঠিত হই মরু পথে
ক্লান্ত তৃষিত প্রাণে ডাকি তোমারে,
তুমি অভয় দাতা অন্তর বিধাতা অমৃত ঝরাও---
শান্তি দাও হে প্রভু,শক্তি দাও।


স্বার্থের দুনিয়ায় বেধেছে আমায়
সংসার মায়ায় ভুলে যাই তোমায় ওগো,
আজ স্মরণ করি চরণ ধরি অন্তর অঞ্জলি লও---
শান্তি দাও হে প্রভু,শক্তি দাও।


অলসে সুখ লালসে পথে শুধু হয় দেরি,
ফুল গুলি তাই অকালে ঝরে যায় -
আজ আঁচলে ধরি।
মরণের দিনে দেবো চরণে বিদায়ের গানে ডেকেছি,
নিঃসঙ্গ জীবনে পথে পথে শুধু কেঁদেছি
এবার অপরাধ ভুলে প্রাণ দহন নিভাও---
শান্তি দাও হে প্রভু, শক্তি দাও।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৭ ফেব্রুয়ারি ২০২০ সাল
বাংলা- ১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ, (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা,বাংলাদেশ।