মাগো তুমি এসেছো কি আজ দ্বারে?
আমার আকুল অন্তর তর তব চরণে ঠাই দাও এবারে।
মোর্ মনে আঁশা যাগে অন্তরীক্ষে দ্বিজ হয়ে উড়তে,
তরঙ্গে তরি হয়ে ভাসতে, শীতল
সমীর হয়ে বসন্তে দক্ষিণায় ছুটতে,
তুমি দাও মা আমায় মুক্তি -এই নক্তে।


আজ অন্তর ক্লান্ত, ব্যর্থ,  তৃষ্ণার্ত,
তব জন্য আকুল আঁখি অশান্ত।
আজ পাপিষ্ঠ পান্থ পথে পড়ে করে ক্রন্দন,
তব বিহনে বিরহ বাদল বসুধায় হয় প্লাবন।
চারিদিকে কেবল দেখি জ্ঞানহীন তমঃ-তমিস্রা,
তব জ্ঞানের বীণা বাজে অতি, তুমি শ্রেয়া।


তবে, এবার করুণা কর ওগো করুণাময়,
আমি কি তোমার পুত্র কালিদাস নই?
তুমি তো আদি -শ্রেষ্ঠ চিন্ময়,
হাজার নগরী গড়েছো এ'তরঙ্গের
কিনারায়।
মাগো - তুমি তো শৃঙ্গী, সৈকত, ইন্দু -দীপ্তি,
তুমি'ই শীতল -সমীর, মার্তণ্ড, তৃষিতর তৃপ্তি।
তবে, এবার অভাগার করুণা করো,
তব চরণ দুটি মোরে দান করো।


..
উজ্জ্বল - সরদার।
দাকোপ খুলনা।