সমদৃষ্টি
✍- উজ্জ্বল সরদার আর্য


কবি চলেছে পথিকের বেসে নব পথের সন্ধানে,
চলতে গিয়ে পেয়েছে বাধা এই সমাজ দর্শনে।
এখানে মানুষ-মানুষের রক্ত চোষে আঁধার রাতে,
মানব ধর্ম ভুলেছে ওরা মানুষ মারছে আঘাতে।
ধর্ম অন্ধ হয়ে দল বাঁধলে ধার্মিক হওয়া যায় না,
তাই জাতি-বর্ণ ভেদাভেদ ভুলে জানাই সমবেদনা।


অযুত বছর হতে গেয়ে যাই কত মানবতার গান,
তবু কর্ণ চেপে ছুটেছ তোমারা কেড়ে নিতে প্রাণ।
সমদৃষ্টিতে দেখতে হবে, দেখেছি আমি ঈশ্বর -
মানুষ বাঁচে মানুষের জন্য, মানুষ হওয়া দরকার।
একই রক্তে গড়া সকল দেহ, কেন তবে দ্রোহ?
কেন এত সংশয়-ক্ষয় প্রলয়ে লেগেছে সূর্য গ্রহ।


জন্ম দোষে-দুষি হয় না কেউ,কর্ম গুনে পরিচয় -
মানুষকে ভালোবাসতে হবে, মানবতার হক জয়।
অজ্ঞানতা-অহংকার করেছে আমাদের অন্ধ,
সামর্থ্য শক্তিতে দলিত করি বাধিয়েছি দ্বন্দ্ব।
স্বাধীনতা দিতে হবে সকলকে সম পরিমাণ,
মানুষ সত্য-শ্রেষ্ঠ আজ গাও মানুষের জয়গান।


✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১৭ এপ্রিল ২০২০ সাল,
বাংলা ৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।