সত্যই সুন্দর
✍-উজ্জ্বল সরদার আর্য


সত্য-সতী, সত্য পরমার্থ-প্রকৃতি,
       সত্যই আমার ঈশ্বর!
সত্য শাশ্বত সত্য চিন্ময় অক্ষত,
     সত্যই অবনীতে অমর।
সত্যকে করো হৃদয়ে ধারণ-বরণ,
সত্যে মেলে পরমাত্মার পদচারণ-
সত্যতে সতী-সত্যবতী সত্যই ছিল  
              সত্যকাম,
     যৌবন দারিদ্র দুঃখ সত্য
সত্যের শরীরে লাগে না বদনাম।


সত্যের-সাধক সত্য সাধনায় সত্যকে
            করেছে প্রতিষ্ঠা,
সত্যে সাধন সিদ্ধ সত্যবতীর সত্যনিষ্ঠা।
   কেউ যদি হও মগ্ন মিথ্যার উপর,
ভণ্ড বলে সমাজ-সংসার দেবে গো ধিক্কার।
     কেবল মন্দিরের পূজারী হলেই
       হয়না গো পাপের অবসান,
   সত্যবাদী যুধিষ্ঠির সত্যতে মহান।
        সত্যই ধর্ম সত্যই কর্ম,
      সত্যই পরমাত্মা-পরমেশ্বর!
      সত্যতে মুক্তি সত্যতে কীর্তি,
   সত্যতে আহুতি দাও জীব আত্মার।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩১ মার্চ ২০১৭ সাল
বাংলা ১৭ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।