তুমি আজ চলে গেলে ফেলে গেলে ভুলে গেলে গো
     ✍- উজ্জ্বল সরদার আর্য


     তুমি আজ চলে গেলে ফেলে গেলে ভুলে গেলে গো।
         হয়তো আর আসবে না ফিরে স্মৃতি রেখা ধরে,
      প্রেমের পুষ্প গেলো ঝরে বুকে বিরহ জমেছে গো।
          ভালোবেসে হাতে তুলে নিয়ে ছিলে যে বীণা,
            আজ আর বেজে না ওগো আর বাজে না।
      সেতো সেজেছে জীর্ণ যন্ত্র, মনে তার তৃষিত তন্তু,
        ধূয়মান ধূলায় লুটিয়ে তোমার নাম জপে গো---
    তুমি আজ চলে গেলে ফেলে গেলে ভুলে গেলে গো।
             গোধূলি গগনে জ্বলেছিল যে ধ্রুবতারা,
        আজ ঢেকেছে মেঘে আঁধারে আমি দিশাহারা।
             সেতো আর আঁখিতে আঁখি রাখবে না,
               গোধূলির রঙে আমারে আঁকবে না,
     আজ নির্জনে নিরবে বিরহ বাদল বয়ে যায় গো---
   তুমি আজ চলে গেলে ফেলে গেলে ভুলে গেলে গো।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-১৭ আগস্ট ২০১৯ সাল
বাং- ২ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।