তুমি যদি আমায় ছেড়ে যাও চলে
       ✍- উজ্জ্বল সরদার আর্য


তুমি যদি আমায় ছেড়ে যাও চলে
বাধা দেবোনা  তোমারে,
তুমি আছো অন্তরে আমার!
ক্ষত হৃদয়ে রক্ত ঝরিয়ে
আঁখি জলে পথ চেয়ে থাকবো তোমার।
যদি কঠিন হও, যদি ছেড়ে যেতে চাও,
যাও চলে আমায় ভুলে!
আমি বিলিয়ে দিয়েছি এই প্রাণ
দিবস ও রজনী করি তোমার গান,
তোমার বিহনে যাবো ডুবে নদীর নিতলে।
তুমি যদি আমায় ছেড়ে যাও চলে ---


কত বসন্ত আসবে-যাবে
দিন ফুরিয়ে রজনী নামবে,
তবু এই বনে আর ফুটবে না ফুল!
শুকনো পাতা পড়বে ঝরে
দহন জ্বলবে অন্তরে,
থাকবো আমি বিরহ-ব্যাকুল।
আঁধার ঘেরা ঘরে--
তোমার স্মৃতি আঁকড়ে ধরে,
নিঃসঙ্গ জনম করবো পার!
মন-মন্দিরে যে মূর্তি এঁকেছি
শুধু তারে ভালোবেসেছি
আর কিছু চাই না আমার।


যদি আঘাত দিতে চাও-দাও,
যদি সুখ সন্ধানী হও-যাও,
আমি বাঁধা দেব না!
তোমারে পেয়েছি অনন্ত প্রেমে
রেখেছি প্রাণে-কোনদিন ভুলব না।
পারুল বনে দুজনে হেঁটে চলা
বসন্তে গেঁথেছি মালা,
দিয়েছি দুজন-দুজনের গলে!
সে-সব স্মৃতি জাগায় প্রীতি
আজ গিয়েছো কি সব ভুলে?
তুমি যদি আমায় ছেড়ে যাও চলে ----


সময়ের অন্তিমে রবি যায় ডুবে,
আঁখিতে আঁধার নেমেছে গো!
পথ ভুলে পথ খুঁজি,
সন্ধ্যা এলে বুঝি?
আমার চলন থেমেছে গো।
মলিন মুখে তাই পথ চেয়ে থাকি,
যে-যায় চলে সে ফিরে আসে কি?
তবু ডাকি তারে মনের ভুলে!
জানি-সময় হলে সকলে চলে যায়
আমিও চেয়েছি বিদায়
আজ ডুবেছে প্রাণ তরি অকূলে।
তুমি যদি আমায় ছেড়ে যাও চলে ---


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৪ জানুয়ারি ২০২১ খ্রীষ্টাব্দ,
১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।