আবার যখন দেখা হবে
একটি লাল গোলাপ নিতে ভুলবোনা
অভিমান ভেঙে বৃক্ষ ছায়ায়
পাশে কি একটু বসবে না ?


বয়ে চলা নদীর তীরে
কাছে আসার ছলে
রিক্সায় গোটা শহরটা জুড়ে
ঘুরতে যাবার কালে
হাতটা একটু ছুঁয়ে থাকার
ইচ্ছে যদি হয়
আঙ্গুলগুলো স্পর্শ করার  
অনুমতি তুমি দেবে ?


এলো কেশের মায়াবী বনে
হারাতে চাই আপনারে ভুলে
তাকিয়ে বাঁকা চোখের কোনে
সকাল গড়াবে বিকেলে
আমার ইচ্ছে যদি হয়
তোমাকে ছুঁয়ে দেখার
আপন মানুষ ভেবে
অনুমতি তুমি দেবে ?


সন্ধে হলে ফিরবো বলে
বিদায়ের ঘন্টা যখন বাজবে
যাবার আগে ভালোবাসার আবেগে
আমায় জড়িয়ে ধরবে ?
পরের বার যখন দেখা হবে
সীমাহীন আবদারে তুমি যেন  
নিজেকে দূরে সরিয়ে নিও না
ভালোবাসার আলো কভু যেন নেভে না ।।