অজস্র সময় পেরিয়েছে এ জীবনে
ফুরিয়েছে জমা ছিল যত
অনুভূতির শুন্যতায় বুঝতে না পারি
কেমন আছি জ্যান্ত না মৃত
খোলা আকাশের রোদ বৃষ্টিতে ভিজে
নিত্য থাকে মাথা নত
আমি আছি বেঁচে পোকামাকড়ের মতো
ইচ্ছেগুলোর ইচ্ছের মত


কাটিয়েছি অলস প্রহর গুনে গুনে
দেখেছি মনের তালবাহানা
নিয়েছিতো অনেক কিছুই তবু
ফিরিয়ে দেইনি এক কণা
বহুবার ভেবেছি বইবোনা আর
ঋণের বোঝা, হোক যে যত
হিসেব মেলাতে গিয়ে দেখি বাকী
নয়তো অল্প, আছে শত শত


হাল ছাড়িনি আমি থাকুক পাওনা যত
মিটিয়ে দেবো সকল দেনা
পৃথিবীর বুকে করবোনা আর কোনো
বাঁচা মরার বেচা কেনা
ভাবনার আদিখ্যেতা নেই থমকে
ছুটছে হন্যে হয়ে অবিরত
আমি বেঁচে আছি ইচ্ছের বিলাসিতায়
ভাসমান পোকামাকড়ের মত