তুমি এনেছিলে ভোর
কেটেছিলো ঘোর
ফুটেছিলো রক্ত গোলাপ।
তুমি দূর বহুদূর
ছড়িয়েছো নূর
থামলো অলিক প্রলাপ।
তুমি বিজয়ী বীর
সত্যের নীড়
দূর কর পাপের পাহাড়।
তুমি বাতিলের ভয়
কি জানি কী হয়
যুদ্ধের সিপাহসালার।
তুমি মদীনার তাজ
হ্রদয়ের সাজ
হেরা গুহার আলো।
তুমি নূরে রাহমাত
দ্বীনে শাফায়াৎ
তুমায় বেসেছি ভালো।