গ্রাম্য কৃষক আমির আলী।
স্বপ্নে তার নান্দের হাওর,
বিলের পাশ ঘিরে থাকা এক খন্ড জমি-
এ যেনো সন্তানের মতো।
গ্রীষ্মের খাঁ-খাঁ রোদ,
শীতের বরফ গলা পানি,
আষাঢ়ের গিরি-নিঃস্রাব,
ঝড়,তুফান সবকিছুকে উপেক্ষা করে
কিণাঙ্ক হাতে বুকে লালন করেছে
একগুচ্ছ  স্বপ্নিল আশা।
জমিতে সোনার ফসল ফলবে,
রঙ্গিন হবে তার আগামীর ইমারত,
এখন সে অপেক্ষমান ফসলের জন্য।
শ্রাবণগগন ঘিরে মেঘ আর গর্জন-
তার অপেক্ষমান মনে -
আশু বিপদের সংকেত দেয়।
এক প্রকান্ড দানব তার স্বপ্নিল
ভূবন ধ্বংস করতে চায়।
ভাবে কখন জানি স্রোতের ধারায়
ভেসে যায় তার আগামীর ইমারত।